অবশেষে দেখা মিলতে চলেছে কালবৈশাখীর, পূর্বাভাসে জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : মার্চের শুরু থেকেই রাজ্যজুড়ে বাড়তে শুরু করেছে গরম। তাপমাত্রার পারদ তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আর্দ্রতাজনিত পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে টিকে থাকা দায় হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও একেবারে শুষ্ক পরিস্থিতি দক্ষিণবঙ্গে। তবে এসবের মাঝেই সোমবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে স্বস্তির খবর দেওয়া হল। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কোন দিন থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দেখা মিলবে।

সোমবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে যে পরিস্থিতি বজায় রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে। এর পাশাপাশি জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা দাপট বিকালের পর থেকে কমবে।

এর পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া ,বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবারের পর অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপ প্রবাহ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ বজায় থাকবে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাঢ়বঙ্গের উপর দিয়ে যে সম্মিলন রেখা বিস্তৃত রয়েছে ছোটনাগপুরের মালভূমিক ওপর সৃষ্ট উচ্চচাপের জন্য তা কিছুটা পূর্ব দিকে সরে আসবে। যার জেরে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে কালবৈশাখীর দেখা মিলতে পারে।