অযোধ্যা রায়ের পুনর্বিবেচনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুন্নি ওয়াকফ বোর্ড

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক দশকের অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে শনিবার প্রায় আধ ঘন্টা ধরে দু’পক্ষের সওয়াল ও দাবির প্রসঙ্গ তুলে ধরে প্রধান বিচারপতি তাঁর রায়ে বলেন, অযোধ্যায় বিতর্কিত ২.৭৭ একর জমির মালিকানা আপাতত যাবে সরকারের হাতে। কেন্দ্র বা রাজ্য সরকার তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট বা অছি পরিষদ গঠন করে সেই জমির মালিকানা তাদের হাতে তুলে দেবে। সেই সঙ্গেই অযোধ্যায় বিতর্কিত জমির থেকে দূরে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিতে হবে সরকারকে।

কিন্তু রায় শুনেই প্রথমে এনিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়াব জিলানি। রায়ের বিপক্ষে গিয়ে সর্বোচ্চ আদালতে পুনর্বিবেচনার আবেদন করার কথা জানানো হয়। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি কিন্তু রায় সন্তোষজনক নয়। রায়ে একাধিক বিষয়ে স্ববিরোধ রয়েছে। বোর্ডের কমিটি রাজি হলে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হবে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এটা আমাদের অধিকার।”

তবে বিকাল গড়াতে পরিস্থিতি বদলে যায়। উত্তরপ্রদেশে সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকি সংবাদমাধ্যমের সামনে এসে তাদের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি। রায় মাথা পেতে নিচ্ছে বোর্ড। উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায় পুনর্বিবেচনার আবেদন করবে না।”

এই একই কথা বলেছেন বোর্ডের আইনজীবী সাহিদ রিজভি। অর্থাৎ সুন্নি ওয়াকফ বোর্ডের এই বড় সিদ্ধান্তে এই মামলা জটিলতা থেকে মুক্তি পেল।