মিললো না স্বস্তি, সুপ্রিম কোর্টের রায়ে বিপাকে Airtel, Vi

নিজস্ব প্রতিবেদন : স্পেক্ট্রাম এবং লাইসেন্স ফি বাবদ মামলা দীর্ঘদিন ধরেই চলছে আদালতে। দেশের তিন টেলিকম সংস্থা Tata, Airtel এবং Vi তাদের বকেয়া টাকা জমা করা নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে সেখানেও স্বস্তি মিললো না। বরং আদালতের রায় বিপাকে এই দুই টেলিকম সংস্থা, এমনটাই বলা যেতে পারে।

কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগের গণনায় কোন রকম ভুল নেই। এমনটা উল্লেখ করে বকেয়া এই টাকা নিয়ে কেন্দ্রের পক্ষেই রায় দিল আদালত। আর এই রায়ের ফলে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ছাড়াও টাটা টেলিসার্ভিসেসকেও কেন্দ্রের বকেয়া AGR কেন্দ্রের হিসাব মতোই মেটাতে হবে। এই সকল টেলিকম সংস্থাগুলি যে হিসাব দেখিয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

দেশের এই তিন টেলিকম সংস্থার কাছে কেন্দ্র সরকার AGR অর্থাৎ অ্যাডজাস্ট গ্রস রেভেনিউ বাবদ প্রায় ৯৩ হাজার ৫২০ কোটি টাকা পায়। একসময় ভোডাফোন আইডিয়ার কাছে এই খাতে কেন্দ্র সরকারের পাওনা ছিলো ৫৮ হাজার ২৫৪ কোটি টাকা। জানা গিয়েছে এর মধ্যে কেবল মাত্র ৭ হাজার কোটি টাকা তারা মিটিয়েছে। অন্যদিকে এয়ারটেলের মোট বকেয়ার পরিমাণ ৪৩ হাজার ৯৮০ কোটি টাকা। তবে তারা তাদের বকেয়ার অনেক টাকায় মিটিয়ে দিয়েছে। এখনও তাদের ২৫ হাজার ৯৭৬ কোটি টাকা মেটাতে হবে। পাশাপাশি টাটা টেলিসার্ভিসকে ১৬ হাজার ৭৮৯ কোটি টাকা মেটাতে হবে।

বর্তমান পরিস্থিতিতে একসাথে এই বিপুল পরিমাণ অর্থ যদি তিন সংস্থাকে মেটাতে হয় তাহলে তাদের পথে বসতে হবে এটাই স্বাভাবিক। তবে সেই জায়গায় সুপ্রিম কোর্ট তাদের এই বকেয়া শোধ করার জন্য ১০ বছর সময়ে দেয়। যার প্রথম কিস্তি মেটানোর সময়সীমা ছিল চলতি বছরের পয়লা মার্চ। আদালত এই সময়ের মধ্যে সংস্থাগুলিকে ১০% বকেয়া কিস্তি হিসাবে কেন্দ্রকে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে এরই মাঝে এই তিন সংস্থা পুনরায় আদালতের দ্বারস্থ হওয়াই টেলিকম বিভাগ গণনায় ভুল করেছে এমন দাবি করে। তবে আদালত এই দাবি খারিজ করে টাকা মেটানোর নির্দেশ দিলো।