বুড়ো হাড়ে ভেলকি, বাজ পাখির মত উড়ে ক্যাচ নিলেন সুরেশ রায়না

নিজস্ব প্রতিবেদন : তিনি এখনো বুড়ো হয়ে যাননি, তিনি এখনো শেষ হয়ে যাননি এমনটা ফের বুঝিয়ে দিতে দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকে। একেবারে বাজপাখির মত উড়ে তাকে একটি ক্যাচ নিতে দেখা গেল। সেই ক্যাচ দেখে রীতিমতো আপ্লুত হয়ে উঠেছেন তার অনুরাগীরা।

আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেও সুরেশ রায়না যে এখনো পর্যন্ত যেকোনো পর্যায়ের ম্যাচে নামার জন্য সম্পূর্ণ ফিট তা বুঝিয়ে দিয়েছেন। সুরেশ রায়না এমনটা বুঝিয়ে দেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমিফাইনালে। এই ম্যাচে তিনি এমন একটি ক্যাচ তালুবন্দি করেন যা অসাধারণ না বলে থাকা যায় না।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সেমিফাইনালে রায়পুরে অস্ট্রেলিয়া লেজেন্ডের মুখোমুখি হয় ইন্ডিয়া লেজেন্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়া লেজেন্ডের খেলোয়াররা। তাদের ব্যাটিং চলাকালীন ১৫.৬ ওভারে অভিমন্যু মিঠুনের অফ-স্টাম্পের বাইরের লো-ফুলটস বলে ব্যাট লাগান বেন ডাঙ্ক। বলের গতি ব্যবহার করে তিনি বলকে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন।

সেই সময়ই পয়েন্টে ফিল্ডিং করছিলেন সুরেশ রায়না। হাওয়ায় ভেসে যাওয়া সেই বল তালু বন্দি করার জন্য সুরেশ রায়না তার শরীর শরীর ছুঁড়েও দু’হাত একসঙ্গে বলের পিছনে নিয়ে যান এবং দুর্দান্ত ক্যাচ ধরেন। এই দুর্দান্ত ক্যাচ নেওয়ার পরই খেলোয়াড়রা সব ছুটে আসেন।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সেমিফাইনালে ইন্ডিয়া লেজেন্ড জয়লাভ করে। অস্ট্রেলিয়াকে তারা পাঁচ উইকেটে হারিয়ে দেয়। অস্ট্রেলিয়া লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে ইন্ডিয়া লেজেন্ডস ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তুলে ম্যাচ জিতে যায়।