থানা ভাঙচুরের মামলায় বেকসুর খালাস তৃণমূল নেতা

২০০৩ সালের থানা ভাঙচুরের মামলায় শনিবার সিউড়ি আদালতে বেকসুর খালাস হলেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আশীষ দে।

হিমাদ্রি মন্ডল : ২০০৩ সালের ১২ই মার্চ, বীরভূমের সিউড়ি মহাবিদ্যালয় কলেজ নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। এরপর সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তখন কলেজ ভোটে রাজনৈতিক দায়িত্বে থাকা আশীষ দে ও ৬ জনের বিরুদ্ধে থানায় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সে মত পুলিশ মামলা রুজু করে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে জামিনে থাকার পর শনিবার রায় ঘোষণার দিন ছিল সিউড়ি আদালতে, শনিবার বিচারক তাদের ৬ জনকেই বেকসুর খালাস করেন।

এ বিষয়ে তৃণমূল নেতা আশিস দে জানান, “২০০৩ সালে সিপিএমের রাজত্ব চলছিল। তখন নির্বাচনের দায়িত্ব আমাকে দিয়েছিল দল। সেই মোতাবেক আমরা মহাবিদ্যালয় কলেজে সমস্ত সিটে প্রার্থী দিয়েছিলাম। সে সময় সিপিএমের লোকজনরা আমাদের স্যারদের তুলে নিয়ে যায়। তখন আমরা থানায় প্রতিবাদ করতে গিয়েছিলাম। কিন্তু তৎকালীন সিপিএমের কিছু পুলিশ অফিসার আমাদের মিথ্যা মামলা দিয়ে ৩৯ দিন জেলে বন্দি রেখেছিল। দীর্ঘদিন মামলা লড়ার পর আজ মহামান্য আদালত আমাদের বেকসুর খালাস করলেন। এতে প্রমাণ হয়ে গেল আমাদের মিথ্যা ভাবে আটকে রেখেছিল পুলিশ।”