সামান্য ভুলে কত বড় বিপদ! সামনে এলো লম্বোদরপুর মোড়ের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার সাতসকালে সিউড়ি থানার অন্তর্গত লম্বোদরপুর মোড়ের ১৪ নং জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। সামান্য ভুলের জন্যই ওই বাইক আরোহীকে প্রাণ দিতে হলো তা স্পষ্ট সিসিটিভি ফুটেজে।

বৃহস্পতিবারের এই পথ দুর্ঘটনায় ওই ব্যক্তির দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। তার মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনার জন্য বেলচা ব্যবহার করতে হয়। সাধারণত খুব কম দুর্ঘটনায় এমন ক্ষতবিক্ষত হওয়ার ঘটনা সামনে আসে।

দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ১৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান। তারা ওই জায়গায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের কাজে গাফিলতির অভিযোগ তোলেন। তাদের অভিযোগ অনুযায়ী, যদি ওই সিভিক ভলেন্টিয়ার ঠিকঠাক নিজের কর্তব্য পালন করতেন তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না।

কিন্তু সিসিটিভি ফুটেজে যা ফুটে উঠেছে তা দেখার পর অনেকের মধ্যেই সেই ভুলভ্রান্তি দূর হয়েছে। সিসিটিভি ফুটে সামনে আসার পর যারা সেই ফুটেজ দেখেছেন তারা মনে করছেন, ওই বাইক আরোহীর সামান্য ভুলের জন্যই এমন মর্মান্তিক দুর্ঘটনা। এখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের কোন গাফিলতি নেই বলেও তারা মনে করছেন।

সিসিটিভি ফুটেছে ঠিক কি দেখা যাচ্ছে? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ার নিজের দায়িত্ব ঠিকঠাকই সামলাচ্ছিলেন। তিনি যখন ১৪ নম্বর জাতীয় সড়কের উপর যে সকল যানবাহন চলাচল করে তাদের যাতায়াতের অনুমতি দেন সেই সময় রাজ্য সড়কে অন্যান্য যানবাহন এসে দাঁড়ালেও দুর্ঘটনাগ্রস্থ ওই মোটরবাইক আরোহী জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া গাড়িগুলির ফাঁক দিয়ে যাওয়ার চেষ্টা করেন। দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তি একদিক গাড়ি আসছে না দেখলেও অপরদিক তিনি দেখেননি। এরপরেই তিনি জাতীয় সড়ক পারাপারের চেষ্টা করলে এমন দুর্ঘটনার সম্মুখীন হন।

দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তি ঝাড়খণ্ডের নিজুরি গ্রামে এবং তার নাম বিষ্ণু ঘোষ বলে জানা যাচ্ছে। তার বয়স ৫২ বছর। দোষ অথবা ভুল কার তা নিয়ে আলোচনা না করলেও সামান্য ভুলের জন্যই এই বড় দুর্ঘটনা বলা যেতেই পারে। সেক্ষেত্রে জাতীয় সড়ক পারাপারের সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে।