‘বেআইনিভাবে বিল্ডিং নির্মিত হয়ে থাকে ভেঙে ফেলা হবে’, পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী

হিমাদ্রি মন্ডল : শুক্রবার দুপুর বেলা হঠাৎ করে সিউড়ির বাসস্ট্যান্ডের কাছাকাছি পেট্রোল পাম্পের পাশে থাকার রসরাজ বিল্ডিংয়ের একটি দেওয়ালে ফাটল দেখা দেয়। প্রাথমিকভাবে তৎক্ষণাৎ ঐ বিল্ডিংয়ে থাকা দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং জীবন বীমা অফিসে নোটিশ টাঙিয়ে বন্ধ করে দেওয়া হয় কাজকর্ম। ঘটনাস্থলে আসে পুরসভার কর্মীরা এবং সিউড়ি থানার পুলিশ।

এরপর বিকেল গড়াতেই ফাটল ধরা অংশের দেওয়াল সম্পূর্ণ ভেঙে যায়। স্থানীয়দের মধ্যে উত্তেজনা ব্যাপক থেকে ব্যাপকতর আকার ধারণ করে। বিল্ডিংয়ের যে দেওয়ালটি ভেঙেছে ঠিক সেখানেই রয়েছে একটি ব্যাঙ্ক। তড়িঘড়ি আবার ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ এবং পৌরসভার চেয়ারম্যান। এই মুহুর্তে পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে এলাকা।

সিউড়ি মহকুমার এসডিও রাজীব মন্ডল জানান, “বিল্ডিংটি বিপজ্জনকভাবে রয়েছে। আমরা জেলাশাসকের সাথে কথা বলে দ্রুত এই বিল্ডিং খালি করার নির্দেশ দিয়েছি। বিল্ডিংয়ের ভিতরে যে সকল ব্যাঙ্ক অথবা দোকান আছে সমস্ত কিছু খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা এই বিল্ডিং নির্মাণের বিষয়ে তদন্ত করে দেখবে উপযুক্ত কাগজপত্র রয়েছে কিনা।”

সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী জানান, “ঘটনাটি শোনার সাথে সাথেই আমি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পাঠিয়েছি। তারপরই আমি কাগজ করে সকলকে নির্দেশ দিয়েছি বিল্ডিং ছেড়ে দেওয়ার জন্য। সেই কাগজে হয়তো ইতিমধ্যেই পৌঁছে গেছে সকলের কাছে।”

তারপরই তিনি জানান, “আশ্বাস দিচ্ছি এই বিল্ডিংয়ের সমস্ত পুরাতন কাগজপত্র খুলে দেখবো। যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে পুরো বিল্ডিং ভেঙে দেওয়ার নির্দেশ দিবো।”

রসরাজ বিল্ডিংয়ের নির্মাণ পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পৌরসভা এবং জেলা প্রশাসনিক কর্তারা বলে জানা গিয়েছে।