সিউড়িতে বিজেপির ধর্ণা মঞ্চে পুলিশ, আটক বিজেপি কর্মীরা

হিমাদ্রি মন্ডল : বীরভূমের নানুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামে গত ৬ তারিখ বিজেপি কর্মী স্বরূপ গড়াইকে গুলি করে খুন করার ঘটনায় এই সপ্তাহের সোমবার থেকে সিউড়ির এসপি অফিসের সামনে বিজেপি কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্না মঞ্চ তৈরি করে। বিজেপির দাবি ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে গ্রেপ্তার করতে হবে। আজ সেই ধরনা মঞ্চ ষষ্ঠ দিনে পা দেয়।

কিন্তু হঠাৎ আজ সকাল ১১ টার পর বিজেপির সেই ঘটনা মঞ্চে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। বিজেপি নেতৃত্বের অভিযোগ, আমরা পুলিশের সাথে আলোচনা করেই এই ধর্ণা মঞ্চ তৈরি করেছিলাম। কিন্তু হঠাৎ আজ একটি নোটিশ পাঠিয়েছে জানানো হয় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর থেকে আর বিশেষ কিছু জানানো হয়নি।

বিজেপির এই ধর্ণা মঞ্চ পা দিয়ে আজ পুলিশ বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল সহ ২০০ জন কর্মীকে আটক করে নিয়ে যায় সিউড়ি থানায়। পাশাপাশি পুলিশের তরফ থেকে খুলে দেওয়া হয় মঞ্চ এবং সাউন্ড সিস্টেম।

প্রসঙ্গত, আজই এসপি অফিসের সামনে চলা এই ঝরনা মঞ্চে উপস্থিত হওয়ার কথা ছিল প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের।

ঘটনার পর বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল পুলিশকে আক্রমণ করে জানান, “আজ বীরভূম জেলার পুলিশ প্রশাসন বাংলাদেশ এবং পাকিস্তানের যা হয় সেই কাজ এখানে করলো। আমরা পুলিশকে ইনফর্মেশন দিয়েই এই ধরনা মঞ্চ করেছিলাম। কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ আজ সকাল ১১ টার পর আমাদের হাতে এসে নোটিশ ধরায় এই জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে। শুধু তাই নয় বিভিন্ন জায়গায় এই ধর্ণার মঞ্চে আসা বিজেপি কর্মীদের আটকানো হচ্ছে।”