সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেনের সময় সূচিতে বদল, দেরী হলে ট্রেন মিস

নিজস্ব প্রতিবেদন : সিউড়ি থেকে শিয়ালদা যাওয়ার সরাসরি কোন ট্রেন আগে ছিল না। এছাড়াও ময়ূরাক্ষী এক্সপ্রেসের আগে কোন ট্রেন না থাকাই তাড়াতাড়ি কলকাতা অথবা শহরতলী পৌঁছানো যেত না। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনের আগে একটি নতুন ট্রেনের দাবি তুলছিলেন সিউড়ির বাসিন্দারা। সেই দাবি অনুযায়ী গত ৩১ জুলাই একটি সিউড়ি শিয়ালদা এবং শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়।

এই ট্রেন পাওয়ার পর সিউড়ি শহর সহ দুবরাজপুর এবং অন্যান্য এলাকার বাসিন্দারা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। কারণ তাদের কয়েক দশকের দাবি-দাওয়া শেষ পর্যন্ত রেল মন্ত্রকের কাছে পৌঁছায় এবং রেলমন্ত্রক সেই দাবি-দাওয়া মেনে নেওয়ায় অনেকের সুবিধা হয়। এবার এই ট্রেনের সময়সূচীতে আনা হলো পরিবর্তন। তবে সময়সূচিতে আনা পরিবর্তনে আনা হলেও শিয়ালদা পৌঁছানোর সময় পিছিয়ে গেল।

১৩১৮০ সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেন : নতুন সূচি অনুযায়ী এখন এই ট্রেনটি সিউড়ি থেকে ছাড়বে ভোর ৫:১০ মিনিটে। দুবরাজপুর স্টেশন পৌঁছাবে ৫:২৫ মিনিটে। অন্যান্য রেলস্টেশনগুলিতে শিয়ালদা যাওয়ার পথে যে সময়সূচী দেওয়া হয়েছে তা হলো পাণ্ডবেশ্বর ৫:৪০, অন্ডাল ৬:১২, দুর্গাপুর ৬:২৯, পানাগড় ৬:৪৩, বর্ধমান ৭.২৮, ব্যান্ডেল ৮:৩০, নৈহাটি ৮:৫২ এবং শিয়ালদা ১০:০৫। অর্থাৎ সিউড়ি রেলস্টেশন থেকে এই ট্রেনটি ১০ মিনিট আগে ছাড়া হচ্ছে এবং নির্ধারিত সেই সময়ে না পৌঁছালে ট্রেন মিস হয়ে যাবে।

১৩১৭৯ শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন : শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে বিকাল ৫:১৭ মিনিটে। নৈহাটি এসে পৌঁছাবে সন্ধ্যা ৬:০৬ মিনিটে। পরবর্তী রেল স্টেশনগুলিতে ট্রেনটি পৌঁছানোর সময় হলো ব্যান্ডেল সন্ধ্যা ৬:৩২, বর্ধমান সন্ধ্যা ৭ঃ৩৩, পানাগর রাত ৮:২৫, দুর্গাপুর রাত ৮:৩৭, অন্ডাল রাত ৯:০৩, পাণ্ডবেশ্বর রাত ৯:৩১, দুবরাজপুর রাত ৯:৪৬ মিনিট এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত ১০:১৫ মিনিটে।

ট্রেনের এই সময়সূচী পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এই সময়সূচী পরিবর্তন করার কারণ হিসেবে কিছু জানানো হয়নি।