সিউড়ি শিয়ালদহ ট্রেনের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দিনক্ষণ ঘোষণা রেলের

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিনের দাবী দাওয়ার পর অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে বীরভূমের সিউড়ির বাসিন্দাদের। চাহিদা মত অবশেষে চালু হতে চলেছে সিউড়ি শিয়ালদহ মেমু ট্রেন। এই ট্রেনটির উদ্বোধন করবেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সিউড়ি থেকে শিয়ালদহ যে ট্রেনটি সিউড়ির বাসিন্দাদের দাবি অনুযায়ী চালু করা হচ্ছে সেই ট্রেনটি প্রতিদিন সিউড়ি থেকে শিয়ালদহ এবং শিয়ালদহ থেকে সিউড়ি যাতায়াত করবে। প্রতিদিন সকাল ৫:২০ মিনিটে ট্রেনটি সিউড়ি থেকে ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে ৯:৫৭ মিনিটে। ফেরার পথে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে বিকাল ৫:২৫ মিনিটে এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত ৯:১৫ মিনিটে। এই ট্রেনটি তার যাত্রা শুরু করবে আগামী ১ আগস্ট।

ট্রেনের এই যাত্রার আগে রবিবার দুপুর ৩:০০ মিনিটে এই ট্রেনের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করবেন। অন্যদিকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

ট্রেনটি সিউড়ি থেকে রওনা দেওয়ার পর স্টপেজ দেবে পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর, পানাগর, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটি স্টেশনে। এই ট্রেনটি নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের দাবি-দাওয়া থাকার পাশাপাশি কয়েক মাস ধরে ধোঁয়াশা তৈরি হয়। আগেই এই ট্রেনটি চালু হবে বলে জানিয়েছিলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জী।

যদিও পরে সিউড়িতে এসে ডিআরএম পরমানন্দ শর্মা জানান, এখনই নতুন কোন ট্রেন চালু হওয়ার সম্ভাবনা নেই। তার এই ঘোষণার পর এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন সিউড়ির বাসিন্দারা। তবে ডি আর এম পরমানন্দ শর্মার এমন মন্তব্যের দিন কয়েক পরেই ফের বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জী এই ট্রেন চালুর বিষয়ে সুখবর দেন। তিনি জানান, ৩১ জুলাই ট্রেনটি চালু হবে। শেষমেষ তার এই দাবিতেই সিলমোহর পড়ল।