করোনা পরীক্ষা এবার সিউড়িতেই, শুরু হচ্ছে জেলার প্রথম পরীক্ষাগার

হিমাদ্রি মণ্ডল : বীরভূমের বাসিন্দাদের জন্য করোনা পরীক্ষা নিয়ে সব থেকে বড় সুখবর। এবার করোনা পরীক্ষা হবে বীরভূমের সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালেই। যাতে করে পাওয়া যাবে দ্রুত ফলাফল, হাতে দ্রুত ফলাফল পাওয়া গেলে চিকিৎসা শুরু হবে দ্রুত। সুবিধা হবে জেলার বাসিন্দাদের, সুবিধা হবে চিকিৎসকদের।

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরীক্ষাগার দ্রুত চালু করার জন্য ইতিমধ্যেই তোড়জোড় লেগেছে। পরীক্ষাগারের যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে হাসপাতালের একটি আলাদা গৃহে। ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছে RTPCR-সহ পরীক্ষার মেশিনপত্র। পরীক্ষাগার তৈরি করার পাশাপাশি চলছে লালারস সংগ্রহের কাজ। কোভিড কিয়স্কের মাধ্যমে চলছে এই লালারস সংগ্রহের কাজ। আগামী দিন কয়েকের মধ্যে লালারস সংগ্রহ করার পাশাপাশি এখানেই হবে পরীক্ষা।

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পরীক্ষাগার তৈরি করার কাজ চললেও ইতিমধ্যেই বেশ কয়েকজনের ট্রুনাট টেস্ট (Truenaat Test) করা হয়। আর এই সকল টেস্টের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে কোন রোগী করোনা পজিটিভ অথবা নেগেটিভ কিনা। আশা করা হচ্ছে আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে। আর এই পরীক্ষাগার হবে জেলায় প্রথম।

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কোন রোগীর করোনা পজিটিভ হলে চিকিৎসা কোথায় হবে?

এ প্রসঙ্গে বলে রাখা ভালো, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হচ্ছে কেবলমাত্র করোনা পরীক্ষাগার। এখানে কোনো রোগীর করোনা পজিটিভ ধরা পড়লে সেই রোগীকে নিয়ে যাওয়া হবে বীরভূমের বিভিন্ন জায়গায় থাকা কোভিড হাসপাতালগুলির মধ্যে যেকোনো একটি হাসপাতালে চিকিৎসার জন্য। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার জানিয়েছেন, আমরা এই পরীক্ষাগার তৈরি করার কাজ দ্রুত চালাচ্ছি। আগামী দিন তিনেকের মধ্যেই চালু হয়ে যাবে পরীক্ষা করার কাজ। এর ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। সংক্রামিত ব্যক্তির চিকিৎসা শুরু করা যাবে দ্রুত।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত বীরভূমের রোগীদের লালারস সংগ্রহ করে সেই লালারস পরীক্ষা করার জন্য পাঠানো হতো মুর্শিদাবাদ অথবা কলকাতায়। যাতে করে লালারস পাঠানো, সেখানে পরীক্ষা করা, তারপর রিপোর্ট হাতে আসা ইত্যাদি বেশ সময় সাপেক্ষ ছিল। যে কারণে কোনো রোগী করোনা পজিটিভ হলেও তার চিকিৎসা শুরু হতে বেশ কিছুটা সময় বিলম্বিত হত।