বাস ও অটোচালকদের বচসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবা

অটো ও টোটোচালকদের সাথে বচসা বাসচালকদের। বন্ধ সিউড়ি সাঁইথিয়া রুটের সমস্ত বাস পরিষেবা।

হিমাদ্রি মন্ডল : যাত্রী তোলা নিয়ে ফের অটো ও বাসচালকদের মধ্যে বিবাদ। যার জেড়ে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকলো সিউড়ি সাঁইথিয়া রুটের বাস চলাচল। বাস মালিক ও বাসচালকদের দাবি দীর্ঘদিনের এই সমস্যা যতদিন না ততদিন সিউড়ি থেকে সাঁইথিয়া রুটের সমস্ত বাস চালানো বন্ধ থাকবে।

বাস কর্মীদের অভিযোগ, এদিন সকালে একটি বেসরকারি বাস সাঁইথিয়া থেকে সিউড়ি আসছিলো, সে সময় আলুন্দা মোড়ের কাছে একটি অটোচালক বাসের আগে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতে শুরু করে। তাদের আরও অভিযোগ, প্রত্যেকটি স্টপেজেই একই রকম আচরণ করছে অটোচালকরা। যার জেরে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের।

তারপরেই শুরু হয় অটো চালক ও বাসকর্মীদের মধ্যে বিবাদ। বাস চলাচল বন্ধ করে দেন বাস কর্মীরা। আলুন্দা গ্রামের কাছে দাঁড় করিয়ে রাখা হয় ১০ -১২ টি বাস। অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। কথা বলেন বাস কর্মীদের সঙ্গে। তারপরই উঠে যায় অবরোধ।

কিন্তু বাস কর্মচারী এবং বাস মালিকরা নিরাপত্তার কারন দেখিয়ে যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন এই রুটে তারা বাস চালাবেন না বলে জানান। অন্যদিকে অটোচালকদের দাবি, বাস-অটো সবই চলুক যাত্রীদের সুবিধার জন্য।