এক বছর কেটে গেল সুশান্তের মৃত্যু, কোথায় দাঁড়িয়ে মামলা

নিজস্ব প্রতিবেদন : গত বছর ১৪ই জুন ছিল রবিবার। করোনার কঠোর লকডাউনের মাঝেই দেশের মানুষ বাড়িতে বসে দিন কাটাচ্ছেন ঠিক সেই সময় হঠাৎ করে খবরের শিরোনামে উঠে আসেন সুশান্ত সিং রাজপুত। কোন নতুন সিনেমার জন্য নয়, বরং তাঁর মৃত্যুর খবরেই চাঞ্চল্য ছড়ায় সুশান্ত অনুরাগীদের মধ্যে। আর দেখতে দেখতেই তার মৃত্যু এক বছর পার করলো।

তার মৃত্যু নিয়ে নানান প্রশ্ন ওঠে, অভিযোগ ওঠে। সুশান্ত অনুরাগীরা এই ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি করেন। শেষ অবধি কারণ খুঁজতে নামে সিবিআই। কিন্তু এই বছর পার করার পর এই মামলা এখন কোন জায়গায় দাঁড়িয়ে তা বড় প্রশ্ন।

প্রশ্নটা বড় হলেও এই মামলার এখনো নিষ্পত্তি ঘটেনি। সিবিআই এই ঘটনার তদন্তে নামার পর জল অনেক দূর গড়িয়েছে। এক ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে আরও একাধিক ঘটনা। যে সকল ঘটনায় ইতিমধ্যেই দীর্ঘদিন জেল খেটেছেন সুশান্তের প্রাক্তন ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তী। সম্প্রতি ২৮ মে ২০২১ গ্রেফতার হয়েছেন সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানি। শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। রিয়া সুশান্তের দিদি মিতু সিংয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নানান অভিযোগ আনেন। যদিও সেই সকল অভিযোগ সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়।

সুশান্তের মৃত্যুর পরে তদন্তে নেমে এনসিবি বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের বাড়িতে হানা দেয়। এই তালিকায় যেমন রয়েছেন অর্জুন রামপাল, অর্জুন রামপালের লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিলাওস ডিমেট্রিয়াডেস, দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত, শ্রদ্ধা কাপুর সহ প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা।

এনসিবির দ্বারা মামলায় ইতিমধ্যেই যারা গ্রেপ্তার হয়েছেন তাদের তালিকায় রিয়া ছাড়াও নাম রয়েছে রিয়ার ভাই শৌভিক এবং সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা সহ অনেকেরই। সিবিআইয়ের তরফে রিয়া চক্রবর্তী, তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী, ভাই শৌভিক চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, শ্রুতি মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

পাশাপাশি এই সকল ঘটনার সাথে দেশের একাধিক তাবড় তাবড় নেতার নাম জড়িয়ে যায়। রিয়ার সাথে সম্পর্ক নিয়ে নাম জড়ায় মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী আদিত্য ঠাকরের। গত ৫ মার্চ ২০২১ এনসিবি মুম্বইয়ের বিশেষ আদালতে ১২ হাজার পাতার একটি চার্জশিট জমা দিয়েছে। যদিও আগেই ২০২০ সালের ৫ অক্টোবর এইমসের মেডিকেল বোর্ড সুশান্তের মৃত্যু নিয়ে আনা শ্বাসরোধ অথবা বিষক্রিয়া করে খুনের তত্ত্বকে খারিজ করে দিয়েছে। এমনকি হত্যার অভিযোগকেও প্রকারান্তরে খারিজ করে দিয়েছে তারা।