‘শুভেন্দু, সৌগত সহ ৫ তৃণমূল নেতা যেকোনো সময় বিজেপিতে’, অর্জুন সিং

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার শেষ নেই। এরই মাঝে আবার নতুন সংযোজন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার সকালেই ছট পুজো উপলক্ষে নৌকায় নিজের এলাকায় ঘোরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। তাঁর দাবি, ‘শুভেন্দু, সৌগত সহ ৫ তৃণমূল নেতা যেকোনো সময় বিজেপিতে যোগ দিতে পারেন।’

Advertisements

ছট পুজোর সকালে নৌকা ভ্রমনের পর বিজেপি সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শুভেন্দু অধিকারী একজন জননেতা। উনাকে বিজেপিতে সবসময় স্বাগত আছে। ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরকার গড়বে। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যেদিন বিজেপিতে জয়েন করবে এই সরকার থাকবে না, সরকার পড়ে যাবে। ৫ জন সাংসদ যেকোনো মুহূর্তে তৃণমূল থেকে রিজাইন দিয়ে দিবেন।”

Advertisements

অর্জুন সিং-এর এই দাবির পর এই প্রশ্ন ওঠে তাহলে কি এর মধ্যে সৌগত রায়ও আছেন? সেই প্রশ্নের উত্তরে অর্জুন সিং জানান, “সৌগত রায় ওই ক্যামেরার সামনে তৃণমূল তৃণমূল করেন। উনি নাকি মমতা ব্যানার্জির বার্তা শুভেন্দু অধিকারীর কাছে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু এই ক্যামেরা সরিয়ে দিলেই সৌগত রায় তার মধ্যে নাম লিখিয়ে নেবেন।”

Advertisements

যদিও বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায় অর্জুন সিং-এর এই বিস্ফোরক দাবিকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, “দিবাস্বপ্ন। আমি রাজনীতি ছেড়ে দেবো, মরে যাবো। তবু বিজেপিতে কিছুতেই যাবো না। কারণ বিজেপিকে আমি সাম্প্রদায়িক দল বলে মনে করি। বিজেপির বিরুদ্ধে সব সময় লড়াই বজায় থাকবে। বিজেপির মিথ্যা প্রচার এবং গুজব ছড়াচ্ছে।”

Advertisements