দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, সব ফাঁস করার দিনক্ষণ জানালেন শুভেন্দু

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। আর এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গণ্ডি ছাড়িয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হলেন। অভিযোগ করলেন দুর্নীতিতে ডুবে রয়েছেন তারা। আর এসকল সব ফাঁস করে দেওয়ার দিনক্ষণও তিনি ঘোষণা করে দিলেন।

মেদিনীপুরের শুক্রবার ছিল বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই পরিবর্তন যাত্রা শেষে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। যে জনসভাতেই বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা এবং বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, “তৃণমূল নেতারা কি ছিল আর কি হয়েছে। আর এইসব তথ্য আমার কাছে আছে।”

শুভেন্দু অধিকারীর কথায়, “গড়বেতার বিধায়কের আগে কি ছিল? আর এখন কি হয়েছে। কলকাতায় ফ্ল্যাট গাড়ি!” শুভেন্দু অধিকারী মূলত এদিনের এই সভা থেকে নাম না করে গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী এবং দাঁতনের বিধায়ক বিক্রম প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। যদিও রাজ্যের শাসক দল শুভেন্দু অধিকারীর এই সকল অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

[aaroporuntag]
তবে শাসক দলের নেতাকর্মীরা শুভেন্দু অধিকারীর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেও শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার কাছে নাকি এই সকল সমস্ত অভিযোগের তথ্য রয়েছে। আর সেই সকল তথ্য তিনি দিন কয়েক পরেই ফাঁস করবেন। ফাঁস করার দিনক্ষণ হিসেবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “যে সকল তথ্য আমার কাছে রয়েছে সে সকল তথ্য আমি জানাবো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই।”