ফের মুখোমুখি ভারত পাকিস্তান, টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো আইসিসি

নিজস্ব প্রতিবেদন : গতবছর ভারতের টি-২০ বিশ্বকাপের শুরুটাই হয়েছিল ভারত পাকিস্তান মহারণ দিয়ে। আর এবার এই বছরও যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে তাতেও এই দুই দেশের মহারণ দিয়েই শুরু হবে খেলা। সম্প্রতি আইসিসির তরফ থেকে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে।

গতবছর ভারতীয় ক্রিকেট দলের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল অভিশপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোন বিশ্বকাপেই যেখানে পাকিস্তানের কাছে হারের মুখ দেখেনি ভারতীয় দল, সেই জায়গায় গত বছর এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের কাছে হার স্বীকার করে।

এই বছর নতুন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ এই দুই দেশের মধ্যে খেলা দিয়ে শুরু হওয়ার সূচি প্রকাশ হতেই ফের একবার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অনুরাগীরা এই সূচি দেখে অপেক্ষায় রয়েছেন গত বছরের হারের বদলা নিতে। যদিও তা সময়ই বলবে।

আইসিসির তরফ থেকে চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার শুরু হবে আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে। সুপার-১২ রাউন্ডের প্রথম খেলা ২২ অক্টোবর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। ২৩ অক্টোবর রয়েছে ভারতের প্রথম খেলা। যেখানেই ভারতকে মুখোমুখি হতে দেখা যাবে পাকিস্তানের বিরুদ্ধে।

আইসিসির তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে ভারতের খেলা রয়েছে ভারত বনাম পাকিস্তান : ২৩ অক্টোবর, ২০২২ (মেলবোর্ন)। ভারত বনাম গ্রুপ এ রানার্স আপ : ২৭ অক্টোবর,২০২২ (সিডনি)। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : ৩০ অক্টোবর, ২০২২ (পার্থ)। ভারত বনাম বাংলাদেশে : ২ নভেম্বর, ২০২২ (অ্যাডিলেড)। ভারত বনাম গ্রুপ বি বিজয়ী : ৬ নভেম্বর, ২০২২ (মেলবোর্ন)।