রতন কাহারকে সঙ্গে নিয়ে জ্যাকলিন, দেবলীনার সাথে নতুন আঙ্গিকে ‘গেন্দা ফুল’

নিজস্ব প্রতিবেদন : র‍্যাপার বাদশাহর রিমিক্সে রতন কাহারের ‘গেন্দা ফুল’ নিয়ে কম জল ঘোলা হয়নি। লকডাউন পূর্ববর্তী সময়ে ইউটিউবে রিলিজ হওয়া রতন কাহারের গানের এই রিমিক্সে প্রথমদিকে ডেসক্রিপশনে লেখা হয়নি গানের মূল স্রষ্টা রতন কাহারের নাম। যার পরেই বাঙালি লোকসংগীত প্রেমীরা এবং সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ক্ষোভ উগরে দেন বাদশাহর বিরুদ্ধে।

যদিও সেই বিতর্কের অবসান ঘটে বাদশার স্বীকারোক্তিতে। তিনি ভিডিও বার্তায় জানিয়ে দেন, গানটি রিমিক্স করার সময় গানের মূল স্রষ্টার নাম কোথাও ছিল না। যে কারণে তিনি মূল স্রষ্টা সম্পর্কে জানতেন না। এর জন্য তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার পাশাপাশি প্রতিশ্রুতি দেন গানের মূল স্রষ্টা রতন কাহারের পাশে দাঁড়ানোর। পরবর্তী সময়ে তিনি সেই প্রতিশ্রুতিও পূরণ করেন।

আর এসবের পরেই হয়তো অনেকেই ভেবেছিলেন এই ‘গেন্দা ফুল’ এর ইতি এখানেই। কিন্তু তা নয়। আবার আমরা রতন কাহারের ‘গেন্দা ফুল’-কে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দেখতে পাব খুব শিগগিরই। আর এবার গানের মূল সংস্থা রতন কাহারকে বাদ দিয়ে নতুন আঙ্গিকে দেখা যাবে এমনটাও নয়। রতন কাহারকে সঙ্গে নিয়ে জ্যাকলিন ও দেবলীনার সাথেই দেখা যাবে নতুন আঙ্গিকের ‘গেন্দা ফুল’।

এবার ‘গেন্দা ফুল’-কে দেখা যাবে তবলা বিট মিক্সে। আর এই গোটা বিষয়টিকে সফল করেছেন বিক্রম ঘোষ ও পরিচালক অরিন্দম শীল। প্রথম সোনি মিউজিকের তরফ থেকে তবলা বিট মিক্সে ‘গেন্দা ফুল’ করার অফার আসে বিক্রম ঘোষের কাছে। আর এরপর তিনি ঠিক করেন এই তবলা বিট মিক্সে ‘গেন্দা ফুল’ করতে হলে গানের মূল স্রষ্টা রতন কাহারকে সঙ্গে নিয়েই করবেন। সেইমতো রতন কাহারের সাথে যোগাযোগ করা হয়। তারপর অনেক বলে কয়ে রতন কাহার রাজি হলে শুরু হয় সমস্ত কাজ।

৮৫ বছর বয়সে রতন কাহার কলকাতায় গিয়ে গান গাওয়ার পাশাপাশি জ্যাকলিন ও দেবলীনার সাথে ভিডিও শুট করেন। ‘গেন্দা ফুল’ মূল গানের সাথে এবার যোগ হয়েছে অন্তরা।

আর এসব শোনার পর হয়তো আপনারা উদগ্রীব হয়ে পড়ছেন কবে এই নতুন আঙ্গিকে ‘গেন্দা ফুল’ দেখা যাবে? বলে রাখি এর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, মাত্র কয়েকদিন পরে অর্থাৎ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে পুজোর আগেই দেখা যাবে এই নতুন আঙ্গিকের তবলা বিট মিক্স ‘গেন্দা ফুল’।