এটিই হল দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে, দ্বার খুললেন মোদি, অর্ধেক সময়ে হবে যাতায়াত

নিজস্ব প্রতিবেদন : মোদি সরকারের (Modi Sarkar) জামানায় রাস্তাঘাট থেকে শুরু করে রেল ব্যবস্থা অর্থাৎ গণপরিবহনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। গণপরিবহনের ক্ষেত্রে বৈপ্লবিক এই পরিবর্তন আনার প্রচেষ্টা প্রতিনিয়ত চলছে। এই বৈপ্লবিক পরিবর্তনে এবার দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের (Longest Expressway in India) উদ্বোধন হয়ে গেল রবিবার। দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের প্রথম অংশটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়েটি হল দিল্লি থেকে মুম্বাই (Delhi Mumbai Expressway)। এই এক্সপ্রেসওয়ে ১৩৮৬ কিলোমিটার দৈর্ঘ্যের। যদিও আপাতত দিল্লি থেকে জয়পুর পর্যন্ত ২৪৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ের কাজ হয়েছে এবং তারই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন হওয়া এই অংশের উপর দিয়েই আপাতত যানবাহন চলাচল করতে পারবে।

নতুন যে এক্সপ্রেসওয়ের প্রথম অংশের উদ্বোধন হলো অর্থাৎ দিল্লি থেকে জয়পুর পর্যন্ত ২৪৬ কিলোমিটার রাস্তা আগে যাতায়াত করতে সময় লাগত পাঁচ ঘন্টা। কিন্তু এখন সেই রাস্তা অতিক্রম করতে সময় লাগবে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা। হিসাব অনুযায়ী যাতায়াতের ক্ষেত্রে সময় হয়ে যাচ্ছে অর্ধেক।

একইভাবে দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত নতুন এই এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যাতায়াত সময় অর্ধেক হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত গাড়িতে যাতায়াত করার ক্ষেত্রে সময় লাগে ২৪ ঘন্টা। সেই জায়গায় নতুন এক্সপ্রেসওয়ে সময় কমিয়ে তা আনবে ১২ ঘণ্টায়। এমনিতেও নতুন এক্সপ্রেসওয়ে দিল্লি থেকে মুম্বাইয়ের দূরত্ব কমিয়ে দিচ্ছে।

বর্তমানে যে রাস্তা রয়েছে তাতে দিল্লি থেকে মুম্বাই পাড়ি দিতে যানবাহনকে ১৪২৪ কিলোমিটার রাস্তা যাতায়াত করতে হয়। কিন্তু নতুন এক্সপ্রেসওয়েতে এই রাস্তা কমছে ১২ শতাংশ। নতুন এক্সপ্রেসওয়েতে দিল্লি থেকে মুম্বাই পাড়ি দিতে যানবাহনদের যাতায়াত করতে হবে ১২৪২ কিলোমিটার। নতুন এই এক্সপ্রেসওয়েটি দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের মতো ছ’টি রাজ্যের উপর দিয়ে যাবে। মোট আট লেনের এই রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে ৯৮ হাজার কোটি টাকা।