নিজস্ব প্রতিবেদন : বাসে করে কোথাও যাচ্ছেন, সেই সময়ে বাস ভর্তি যাত্রীদের মাঝে যদি হঠাৎ কোন মুখ্যমন্ত্রীর (Chief Minister) আগমন ঘটে তাহলে পরিস্থিতিটা কেমন তৈরি হয়! সিনেমার (Cinema) পটচিত্রে এমন একাধিক ঘটনা লক্ষ্য করা গেলেও বাস্তবে কিন্তু এমন দৃশ্য একেবারেই বিরল। তবে সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থেকে যাত্রীদের মধ্যে হইচই ওঠে ‘আরে এ তো মুখ্যমন্ত্রী’।
আসলে এমন ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে (Tamil Nadu)। সেখানে শহরের মধ্যে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারেন। সেই সকল মহিলা যাত্রীদের চমক দিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্তালিন (M K Stalin) শনিবার একটি বাসে উঠে পড়েন। সেই বাসেই তিনি মহিলাদের সঙ্গে কথা বলেন। সেই ঘটনার ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
জানা গিয়েছে, ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্তালিন কন্নগিনগরের কাছে একটি টিকাকরণ কেন্দ্রে যাচ্ছিলেন পর্যবেক্ষণের জন্য। সেই সময় হঠাৎ তিনি কনভয় ছেড়ে ওই বাসটিতে উঠে পড়েন। যে বাসটিতে মুখ্যমন্ত্রী উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন সেই বাসটি ছিল চেন্নাইয়ের কন্নগিনগর থেকে M-19b কন্নগিনগর-টি নগর রুটের।
বাসের মধ্যে এইভাবে হঠাৎ মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন ওই বাসের মহিলা যাত্রীরা এবং অন্যান্যরা। মূলত রাজ্যের এই বিনামূল্যে মহিলাদের জন্য বাস পরিষেবা নিয়ে মহিলারা কি ভাবছেন, এই পরিষেবা আরও কিভাবে উন্নত করা যায় ইত্যাদি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ওই বাসের মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন।
স্বাভাবিকভাবেই বাসের মধ্যে এইভাবে মূখ্যমন্ত্রীকে পেয়ে যাত্রীদের মধ্যে সেলফি এবং ভিডিও তোলার তোড়জোড় পড়ে যায়। পরে মুখ্যমন্ত্রী নিজেই ওই ঘটনার একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেল থেকে আপলোড করেছেন।
தி. நகர் – கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டு, பெண்களிடம் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து கேட்டறிந்தார். pic.twitter.com/QbKwZKpB3i
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 23, 2021
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কনভয় থামিয়ে হঠাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন রাস্তা পার করে উঠে পড়লেন ওই যাত্রীবাহী বাসটিতে। তারপর বেশ কিছুক্ষণ ধরে তিনি ওই বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেন। মূলত জনসংযোগ বাড়াতে বিভিন্ন রাজ্যের জনপ্রতিনিধিরা এমন ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। এই তালিকায় কেবলমাত্র তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নন, রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Bandopadhyay)। তাকেও লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন সফরের মাঝে চায়ের দোকান অথবা চপের দোকানে হঠাৎ পা রাখতে।