গরুর পেটে ৫২ কেজি প্লাস্টিক, ৫ ঘন্টা অস্ত্রোপচার! নজির চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদন : গরু ঘাস খায়, ডালপালা খায়, ভাত ডাল খায়, এত দূরই হয়তো আমাদের জানা ছিল। কিন্তু পিন, স্ক্রু, কয়েন, প্লাস্টিক! যা দেখে রীতিমতো হতবাক চিকিৎসক থেকে নেট দুনিয়ার নেটিজেনরা। কারণ এগুলিই অপারেশন করে বের করা হয়েছে তামিলনাড়ুর একটি গরুর পেট থেকে। তামিলনাড়ুর ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটির সার্জন চিকিৎসকেরা একটি গরুর পেট থেকে ৫২ কেজি প্লাস্টিক সহ সকল জিনিসগুলি বের করেছেন।

যে গরুর পেট থেকে এই সমস্ত অবাঞ্ছিত সামগ্রীগুলি বের হয়েছে সেই গরুটি এক সময় পেটে তীব্র যন্ত্রণায় ছটফট করছিল। পেটের যন্ত্রণা এতটাই মারাত্মক জায়গায় পৌঁছেছিল যে গরুটি নিজের পেটে নিজেই লাথি মারছিলো। সেসময় গরুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পশু হাসপাতালে। চিকিৎসকেরা পরিস্থিতি খারাপ বুঝে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এরপর ঘণ্টা পাঁচেকের অস্ত্রোপচারের ওই গরুর পেট থেকে আশ্চর্যজনক ভাবে বের করা হয় ৫২ কেজি প্লাস্টিক। পাশাপাশি মিলে পিন, স্ক্রু, কয়েন বলেও জানা গিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী।

আরও জানা গিয়েছে, গরুটি ২০ দিন আগেই বাচ্চা প্রসব করেছে। কিন্তু তারপর তার মলমূত্র ত্যাগের সমস্যা হচ্ছিল। সঙ্গে পেটের ব্যথা। তারপর ভেপেরিতে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বলা হয় তামিলনাড়ুর ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটিতে যাওয়ার কথা। তারপর ওই ইউনিভার্সিটিতেই শুরু হয় ওই গরুর চিকিৎসা।

ওই ইউনিভার্সিটির এক চিকিৎসক জানিয়েছেন, এর আগেও আমরা এরকম ভাবে গরুর পেট থেকে প্লাস্টিক বের করেছি। কিন্তু এই গরুটির পেটে যে পরিমাণ প্লাস্টিক ছিল তা আমরা কল্পনাও করতে পারিনি।

সার্জন ডাঃ ভেলাবন বলেন, “গরুটির পাকস্থলীর চারটি কক্ষের মধ্যে একটি কক্ষের ৭৫% প্লাস্টিক জমে ছিল।”