দোলের আগে তানিমুনির নতুন গান ‘ওরে গৃহবাসী’, মুগ্ধ নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদন : গত বছর থেকে করোনা প্রকোপের কারণে দোল সহ অন্যান্য একাধিক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছেন আপামর জনতা। আর যখন দেশজুড়ে লকডাউন, সেই সময় বাঙালি দুই খুদে কন্যা তানি মুনিকে প্রতিনিয়ত নিজেদের প্রতিভা তুলে ধরতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তারা যেমন নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে ঠিক তেমনই তাদের প্রতিভা দেখে মুগ্ধও হতে দেখা গিয়েছে সোশ্যাল নাগরিকদের। আর এবছরও যখন দোলের আগে দেশজুড়ে করোনার প্রকোপ বেড়ে চলেছে, যখন অবাধ দোল উৎসবের অনিশ্চয়তা দেখা দিয়েছে ঠিক তখন এই দুই খুদে বাঙালি যমজ কন্যা ‘ওরে গৃহবাসী’ গান গেয়ে আমাদের কিছুটা হলেও মনোরঞ্জন করার চেষ্টা করলো।

বসন্ত উৎসব মানেই নিজেদের রঙে রাঙিয়ে নেওয়া। আর এই বসন্ত উৎসব আসা মানেই আপামর বাঙালির মনে প্রথম যে গানটি ফুটে ওঠে তাহলে রবি ঠাকুরের ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’, আর এই গানটিকেই এই দুই খুদে শিল্পী নতুন আঙ্গিকে ফুটিয়ে তুলেছে। এই গানের ভিডিও সম্প্রতি রিলিজ করা হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। যেখানে দেখা যাচ্ছে যমজ তানিমুনিকে নিজেদের আবিরের রঙ্গে রাঙ্গিয়ে সেই গান গাইতে।

‘ওরে গৃহবাসী’ গানটি বাঙ্গালীদের চির পরিচিত হলেও তানিমুনির গলায় এবং তাদের সাজ-পোষাকে একেবারে নতুন আঙ্গিক পেয়েছে। সেই আঙ্গিক দেখে স্বাভাবিকভাবেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আর এর পাশাপাশি নেটিজেনদের আরও মুগ্ধ করেছে এই দুজনের গান গাওয়ার স্টাইলে, ‘ঘাড় নাড়িয়ে নাড়িয়ে যেভাবে তাদের গান গাইতে দেখা যায়’।

[aaroporuntag]
লকডাউনের সময় থেকেই বিপুল জনপ্রিয়তা অর্জন করা তানিমুনির নতুন এই গান অন্যান্য গানের মতোই সাফল্য অর্জন করবে বলেই মনে করছেন নেট নাগরিকরা। ইতিমধ্যেই এই গানটি কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন এবং তারা দুজনের ভূয়শী প্রশংসা করেছেন।