সিদ্ধান্ত বদল, করোনার জেরে জনসাধারণের জন্য আপাতত বন্ধ তারাপীঠ

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। বিশ্ব ছাড়াও ভারতেও এই ভাইরাসের সংক্রমনের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিন শেষ রিপোর্ট অনুযায়ী ভারতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬৬। তবে আশার আলো এটাই যে নতুন করে বাড়েনি মৃতের সংখ্যা, মৃতের সংখ্যা ৩। কিন্তু যেভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে আরও বিপুল পরিমাণ মানুষ এর দ্বারা সংক্রমিত হতে পারেন তার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যে কারণে গতকালের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার মন্দির খুলে রাখা নিয়ে সিদ্ধান্ত বদল করল তারাপীঠ মন্দির কমিটি।

গতকাল সিউড়িতে বীরভূম জেলা প্রশাসনের সাথে বীরভূমের বিভিন্ন মন্দির ও মসজিদ কমিটির সদস্যদের একটি বৈঠক হয়। যে বৈঠকে সিদ্ধান্ত হয় এই মুহূর্তে তারাপীঠ বা অন্যান্য মন্দির, মসজিদগুলি জনসাধারণের জন্য খোলা রাখার। তবে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সমস্ত রকম সচেতনতাকে অবলম্বন করতে বলা হয়। কিন্তু এরপর বৃহস্পতিবার তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা একটি বৈঠক করেন। যে বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৩১ শে মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। তবে রীতি মেনে পূজা অর্চনা চালু থাকবে। তবে যদি ৩১ শে মার্চের পর পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে জনসাধারণের জন্য মন্দির বন্ধের সিদ্ধান্ত আরও বাড়ানো হতে পারে।

আপাতত মন্দির বন্ধ রাখার বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, “স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা রয়েছে জনসমাগম এড়িয়ে চলার। কিন্তু আমাদের তারাপীঠ মন্দিরে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন।সে ক্ষেত্রে জনসাধারণের জন্য মন্দির বন্ধ না রেখে এই জনসমাগমের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আমরা বৃহস্পতিবার নতুন করে মন্দির কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসি। আর সেখানেই সিদ্ধান্ত হয় আগামী ৩১ শে মার্চ পর্যন্ত মন্দির জনসাধারণের জন্য বন্ধ রাখার। ৩১ তারিখের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ১লা এপ্রিল থেকে মন্দির আগের মতই খোলা হবে, আর তা যদি না হয় তাহলে মন্দির জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বন্ধের সিদ্ধান্ত ১৫ই এপ্রিল পর্যন্ত করা হতে পারে।”