সায়নী ঘোষের নামে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির তথাগত রায়

নিজস্ব প্রতিবেদন : জি ২৪ ঘন্টার ‘আপনার রায়’ অনুষ্ঠানে সায়নী ঘোষের একটি মন্তব্যের পর সেই মন্তব্য নিয়ে টুইটারে দীর্ঘ বাকযুদ্ধ হয় সায়নী ঘোষের সাথে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের। এরপর এই বাকযুদ্ধে লাগাম পড়লেও তথাগত রায় শেষমেষ সায়নী ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে।

তথাগত রায় শনিবার সায়নী ঘোষের একটি পুরাতন পোস্ট তুলে ধরে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর তথাগত রায় সেই অভিযোগ পত্রের কপি টুইট করে সায়নী ঘোষকে ট্যাগ করে লিখেছেন, “আপনার বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গুয়াহাটির এক ব্যক্তি আমাকে জানিয়েছেন আপনার মিম তার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তিনিও অভিযোগ দায়ের করেছেন। আশা করি অসম পুলিশ বিষয়টি বিবেচনার সাথে দেখবেন।”

আর যে মিমের উপর ভিত্তি করে তথাগত রায় থানায় অভিযোগ করেছেন সেই মিম সম্পর্কে সায়নী ঘোষ দাবি করেছেন, “আমি আগেই বলেছি যে ২০১৫ সালের ট্যুইটটির বিষয়ে আমি অবগত ছিলাম না। যে মুহুর্তে সেটি আমার নজরে আসে সেই মুহূর্তে আমি সেটির তীব্র নিন্দা করে সবাইকে জানিয়ে ডিলিট করে দিই। আমার নিজের ধর্মকে আঘাত করার কোনো ইচ্ছে আমার কোনোদিন ছিলো না।”

তবে সায়নী ঘোষ এমনটা দাবি করলেও ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ অনেকটা চড়েছে। এখন এই পরিস্থিতি কোন দিকে গড়ায় তার দিকেই তাকিয়ে রয়েছেন ওয়াকিবহাল মহলের বিশিষ্টজনেরা।