TATA-র ঝুলিতে মোটা অঙ্কের চুক্তি, ব্রিটেনের সংস্থার সঙ্গে হাত মেলাল TCS

নিজস্ব প্রতিবেদন : দেশে এই যে সকল শিল্পপতিদের শিল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো TATA। এই সংস্থাটি এমন একটি সংস্থা যারা নিজেদের মুনাফার পাশাপাশি দেশের মানুষদের কথা সবসময়ই চিন্তা করে থাকে। যে কারণে মানুষের জনজীবনে এই সংস্থার বিভিন্ন জিনিসপত্র সহজেই প্রবেশ করার পাশাপাশি তারা জায়গা করে নিয়েছে মনের মনিকোঠায়।

এবার এই সংস্থার TCS চলতি বছরের সবচেয়ে বড় চুক্তি সেরে ফেলল। শুধু চলতি বছরের নয়, পরিসংখ্যান অনুযায়ী এই চুক্তি গত তিন অর্থ বর্ষের সবচেয়ে বড়। TCS সংস্থার সঙ্গে ব্রিটিশ ক্লায়েন্ট ফিনিক্স গ্রুপের সঙ্গে ৬০০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৫৯৭৬ কোটি টাকার চুক্তি হয়েছে। বিশ্ব যখন চ্যালেঞ্জের মুখে সেই সময় টাটার তরফ থেকে ব্রিটিশ ওই সংস্থার সঙ্গে চুক্তি করা হলো।

ব্রিটেনের Phoenix Group হল একটি ইন্সুরেন্স সার্ভিস ভিত্তিক সংস্থা। এই চুক্তির ফলে টাটা সংস্থার টিসিএস শেয়ার বাজারেও অনেক লাভের মুখ দেখবে। ইতিমধ্যেই তার ফলাফল মিলতে শুরু করেছে। বুধবার সংস্থার শেয়ারের দাম প্রায় ৪৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২০ টাকায়।

Phoenix Group এর সঙ্গে চুক্তি হওয়ার ফলে TCS এই সংস্থার পলিসি হোল্ডারদের এক্সপিরিয়েন্স আরও ভালো করবে। এছাড়াও বীমা বিক্রি করার ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে তা বদলে দেবে টাটার সংস্থা। কোর ব্যাঙ্কিং সফ্টওয়্যার, TCS BaNCS-এর সঙ্গে মেশানোর কাজ করবে TCS।

এর পাশাপাশি এই যুক্তির ফলে Phoenix Group এর পলিসি হোল্ডাররা বিভিন্ন দিক দিয়ে উপকৃত হবেন। এই চুক্তি প্রসঙ্গে Phoenix Group-এর Heritage Division-এর CEO ব্রিড মেন্যে জানিয়েছেন, ‘এই চুক্তির মাধ্যমে ফিনিক্সের গ্রাহকদের ডিজিটাল ফোকাস স্পষ্ট হবে ও গ্রাহকেরা উপকৃত হবেন।’