বোমাবাজির ভয়ে শিক্ষকরা এলেও স্কুলে নেই পড়ুয়ারা

চন্দন কর্মকার : গত মঙ্গলবার সকালবেলা বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যানপুর গ্রাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় এলাকার এক যুবকের মৃত্যু হয়। এরপর থেকেই চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার পর স্কুলের শিক্ষকরা হাজির হলেও গরহাজির পড়ুয়ারা।

এদিকে ঘটনার পর থেকেই এলাকায় পর্যাপ্ত পুলিশ বাহিনী রয়েছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা উদ্ধার করছে পুলিশ। কিন্তু তা সত্বেও এলাকাবাসীদের মন থেকে দূর করতে পারেনি ভয়। যার ফলশ্রুতি হিসেবে এলাকার স্কুল পড়ুয়া শুন্য। গতকাল এবং আজ গ্রামের কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হাজির হলেও স্কুলে আসতে নারাজ পড়ুয়ারা।

অগত্যা আজ বাধ্য হয়ে স্কুলের শিক্ষকরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের স্কুলে না আসার কারণ জানতে ছুটে যান। শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের অভিভাবকদের আশ্বস্ত করলেও কেউ স্কুলে আসতে রাজি হয়নি। কারণ সেদিনের সেই ঘটনা। অগত্যা স্কুল খোলা থাকলেও বন্ধ পঠনপাঠন, বন্ধ মিড ডে মিল।

স্কুলের প্রধান শিক্ষক জানান, “বাড়ি বাড়ি গিয়ে আমরা পরিবারের অভিভাবকদের আশ্বস্ত করলেও কেউ স্কুলে আসতে রাজি হয়নি। তবে আমাদের প্রচেষ্টা থাকবে, আগামীকালও আমরা তাদের বাড়িতে যাব পড়ুয়াদের স্কুলে টানার জন্য।”

পড়ুয়াদের এক অভিভাবক জানান, “ভয়ে কেউ স্কুলে যেতে চাইছে না সেদিনের ঘটনার পর।”