স্কুলে মোবাইল ব্যবহার, গোটা গোটা স্মার্টফোন আগুনে পুড়িয়ে দিলেন শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদন : স্কুলে নিয়ম ভাঙলে শাস্তি অবশ্যম্ভাবী, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আগে যেখানে মারধর করা হতো, সেই জায়গায় এখন অবশ্য অনেক শিথিলতা আনা হয়েছে। তবে এবার এক স্কুলের শিক্ষিকা তার পড়ুয়াদের নিয়ম ভঙ্গ করার জন্য এমন শাস্তি দিলেন যা দেখে অবাক গোটা বিশ্ব।

স্কুলের মধ্যে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে অধিকাংশ স্কুলেই। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে একটি স্কুলে কয়েকজন পড়ুয়া মোবাইল ফোন ব্যবহার করায় এমন অদ্ভুত শাস্তি দিয়েছেন ওই স্কুলের শিক্ষিকা। অদ্ভুত শাস্তি হিসেবে ওই স্কুলের শিক্ষিকা পড়ুয়াদের থেকে মোবাইল কেড়ে নিয়ে গোটা গোটা স্মার্টফোন আগুনে পুড়িয়ে দিলেন।

স্কুলের মোবাইল ফোন আনা এবং মোবাইল ফোন ব্যবহার করার পরিপ্রেক্ষিতে এইভাবে স্মার্টফোন পুড়িয়ে দেওয়ার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও থেকে জানা যাচ্ছে ঘটনাটি ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার ওই স্কুলটিতে পড়ুয়াদের নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল ব্যবহার করার অপরাধে এই অনন্য শাস্তি দেওয়া হয়।

জানা গিয়েছে ইন্দোনেশিয়ার যে স্কুলে এই ঘটনাটি ঘটেছে সেটি একটি বোর্ডিং স্কুল। ঘটনাটির পর সেই ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে একদল পড়ুয়া অসহায় ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মাঝে রয়েছেন একজন শিক্ষিকা। তিনি পড়ুয়াদের থেকে ফোনগুলি সংগ্রহ করে নিজের কাছে রেখে ছিলেন।

এরপর ওই শিক্ষিকা তার সামনে দাউ দাউ করে জ্বলতে থাকা একটি উনুনের মধ্যে ওই স্মার্টফোনগুলি একে একে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আগুনের মধ্যে পড়ে ওই স্মার্টফোনগুলি জ্বলে-পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওই পড়ুয়ারা শিক্ষিকাকে বারংবার এমনটা না করার অনুরোধ জানালেও ওই শিক্ষিকা তা শোনেননি।