নতুন বছরে কোথায় কবে রয়েছে ভারতের খেলা, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরে ভারতীয় ক্রিকেট দলের সারা বছরের সূচি প্রকাশ করতে বেশি সময় নিলো না বিসিসিআই। যা ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। নতুন বছরের দ্বিতীয় দিনেই সারা বছরে কোথায় কবে কাদের সাথে ম্যাচ হবে তার তালিকা নিয়ে হাজির বিসিসিআই কর্তৃপক্ষ।

সেই তালিকা দেখলে বোঝাই যায়, এই বছরটি বেশ চ্যালেঞ্জিং হিসেবে হাজির হতে চলেছে বিরাট কোহলিদের সামনে। টি টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি সারা বছর জমজমাট সূচি রয়েছে টিম ইন্ডিয়ার। এবার দেখে নেওয়া যাক, কোন মাসে কাদের বিরুদ্ধে খেলা ভারতীয় সেনার।

বছর শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে টি টয়েন্টি সিরিজ। এই খেলা অবশ্যই ভারতেই অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা টিম আসবে ভারতে। ৫ই জানুয়ারি, ৭ই জানুয়ারি ও ১০ই জানুয়ারি যথাক্রমে গুয়াহাটি, ইন্দোর ও পুণের এমসিএ স্টেডিয়ামে তিনটি ২০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে।

টিম শ্রীলঙ্কা ফিরে যাওয়ার পরই অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের প্রবেশ হবে ভারতে। তারাও তিনটি টি টোয়েন্টি ম্যাচে নামবে নীল বাহিনীর বিরুদ্ধে। ১৪ই জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়েতে, ১৭ই জানুয়ারি রাজকোট ও ১৯শে জানুয়ারি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে এই তিনটি ম্যাচ। আর আশা রাখাই যায় যে ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ রোমাঞ্চকর হবে এই টি টোয়েন্টি সিরিজ।

দেশের মাটিতে দুটি দেশের বিরুদ্ধে লড়ার পর বিরাটের দল চলে যাবে নিউজিল্যান্ডে। সেখানে চলবে একমাসের বেশি সময়ব্যাপী নানা ফরম্যাটের সিরিজ। খেলবে ভারত নিউজিল্যান্ড। তার মধ্যে থাকবে পাঁচটি টি টয়েন্টি, তিনটি ওয়ান ডে ও দুটি টেস্ট ম্যাচ। জানুয়ারির ২৪, ২৬, ২৯, ৩১ এবং ফেব্রুয়ারির ২ তারিখে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ। ৫, ৮ ও ১১ই ফেব্রুয়ারি হবে তিনটি ওয়ান ডে। প্রথম টেস্ট শুরু হবে ২১ শে ফেব্রুয়ারি। ২৯ শে ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। খেলা চলবে ৪ঠা মার্চ পর্যন্ত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ শেষ করেই ফের দেশের মাটিতে ফিরে আসবে ভারতীয় টিম। দক্ষিণ আফ্রকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ১২ই মার্চ ধর্মশালা, ১৫ই মার্চ লখনউ ও ১৮ই মার্চ কলকাতার ইডেন গার্ডেনে হবে তিনটি ম্যাচ।

২৪শে মার্চ থেকে ২৪শে মে পর্যন্ত টানা দুমাস ধরে চলবে আইপিএল।

আইপিএল শেষ হওয়ার পর টি টয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় চলে যাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তার ডেট এখনও নিশ্চিত করা হয়ে ওঠে নি।

তারপর পরই রয়েছে এশিয়া কাপের জমজমাট আয়োজন। কিন্তু এবার যেহেতু এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে পাকিস্তান, তাই নয়াদিল্লি ইসলামাবাদের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা দরুন পাকিস্তানে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল আদৌ খেলতে যাবে কিনা তা এখনও জানা যায়নি।

সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইংল্যান্ড বাহিনীর খেলতে আসার কথা ভারতীয় গ্রাউন্ডে। কিন্তু টি টয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ ঠিক না হওয়া পর্যন্ত এই সিরিজের ডেট চূড়ান্ত করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত চলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ।

বছরের শেষ হবে ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেই। তা হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। সেই সিরিজেরও দিনক্ষণ এখনও ঠিক হয়নি ওই একই কারণে।