রেলে যাত্রাকালীন বাড়িতে চুরি হলে ক্ষতিপূরণ দেবে IRCTC

নিজস্ব প্রতিবেদন : রেলে যাত্রাকালীন বাড়ি থেকে কোনো জিনিস চুরি যাবে না তো! এই ভয়ে বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়ায় বন্ধ করে দিয়েছেন! তাহলে আর চিন্তা নেই। কারণ এবার রেলে যাত্রাকালীন আপনার বাড়িতে চুরি হলে ক্ষতিপূরণ দেবে রেল। এমনটাই জানিয়েছে আইআরসিটিসি।

বাড়িতে চুরি হলে ক্ষতিপূরণ দেবে রেল! এটা কিভাবে সম্ভব? আসলে বেসরকারি সংস্থার হাতে তেজস এক্সপ্রেস চলা শুরু হওয়ার পর থেকেই একের পর এক স্কিম দিতে শুরু করেছে আরসিটিসি। যেমন ট্রেন দেরি করলে যাত্রীরা পাবেন ক্ষতিপূরণ, তেজস এক্সপ্রেসের যাত্রীদের বাড়ি থেকে লাগেজ আনার দায়িত্ব রেলের ইত্যাদি নানান। তবে এবারের স্কিম আরও চমকপ্রদ। জানানো হয়েছে তেজস এক্সপ্রেসে যাত্রাকালে বাড়িতে চুরি হলে রেলের তরফ থেকে দেওয়া হবে ক্ষতিপূরণ।

৪ই অক্টোবর থেকে বেসরকারি সংস্থা ইন্ডিয়ান রেলওয়েজ কেটারিং অ্যান্ড ট্যুরিজম অপারেশনের দ্বারা দিল্লি থেকে লখনই রুটে চালানো শুরু হওয়া এই ট্রেনে ট্রেন গন্তব্যে পৌঁছাতে ১ ঘন্টা দেরি করলে গ্রাহকরা পাবেন ১০০ টাকা করে ক্ষতিপূরণ। দেরি হওয়ার সময় ২ ঘণ্টা পেরিয়ে গেলে ট্রেনের তরফ থেকে যাওয়া ক্ষতিপূরণের অঙ্ক বেড়ে হয়ে যাবে ২৫০ টাকা।

এছাড়াও এই ট্রেনে যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে ২৫ লক্ষ টাকা পাবেন। এছাড়াও যাত্রীদের বাড়ি থেকে লাগেজ আনা এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে আইআরসিটিসি। ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের জন্য থাকছে বিশেষ লাউঞ্জ। এমনকি এই ট্রেনে বিমানের মত ট্রেন সেবিকাও থাকছেন।