আজ থেকেই ফের নামবে তাপমাত্রা, কতটা নামতে পারে জানালো হাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন : শীতের খামখেয়ালিপনায় নাজেহাল অবস্থা বাংলার বাসিন্দাদের। তখনই গরম, তখনই শীত। ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত দেখা গেলেও জানুয়ারি মাসের শুরুর দিক থেকে চড়তে থাকে তাপমাত্রার পারদ। পরিস্থিতি এমনটাই বিগড়ে গিয়েছিলো যে অনেকেই ভেবেছিলেন শীত বোধ হয় নির্দিষ্ট সময়ের অনেক আগেই বিদায় নিয়েছে।

কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস কি সত্যি করে ঠিক মকরসংক্রান্তির আগে রাজ্যে ফের জাঁকিয়ে শীত অনুভব করা যায়। আর এবার শীতের প্রকোপ এতটাই ছিল যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যায় দশের আশেপাশে।

এরপর চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ কিছুটা চড়তে শুরু করে। তবে এরই মাঝে হাওয়া অফিসের পূর্বাভাস আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই পুনরায় নামবে তাপমাত্রার পারদ। শুক্রবার সকাল থেকে তা বেশ ভালই অনুভব করা যাবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। আর নতুন করে এই শীতের প্রকোপ বজায় থাকবে রবিবার পর্যন্ত। সোমবার থেকে পুনরায় চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১° বেশি। শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে যাবে ১৮ ডিগ্রির কাছাকাছি।

শ্রীনিকেতন হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে যাবে ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি।