মন্দিরের দুধ পেট ভরাচ্ছে কুকুরদের, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা

নিজস্ব প্রতিবেদন : ভগবদগীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভগবান সর্বভূতেই আছেন। প্রকৃতপক্ষে আত্মার মধ্যে পরমাত্মার সন্ধান করাকেই বলে ঈশ্বরের সাধনা। কিন্তু ঈশ্বরের সাধনার এই মূল কথাই আমরা ভুলে যাই।নিজেদের সঙ্গে নিজেরাই ছলনা করি। সর্বজীবের প্রতি অবহেলা করে মন্দিরে গিয়ে ঘটা করে আরতি করাকে কখনোই পুজো বলা চলে না।

পুজোর মূল কথা হলো মানসিক উত্তরণ।মানসিক গুণাবলীর উত্তরণকেই বলা হয় প্রকৃত অর্থে সাধনা। আর এই কথা মাথায় ‌রেখেই একটা মন্দিরে ভগবৎসেবার পাশাপাশি তার সৃষ্ট জীবের ও সেবা করা হয়। সেখানে যে সকল ভক্তরা ভগবানের জন্য দুধের প্যাকেট নিয়ে আসেন, সেই দুধের থেকে অল্প অংশ ভগবানের পায়ে ঢেলে বাকিটা অন্য পাত্রে রাখা হয়। অন্য পাত্রে রাখা এই দুধ পরে একটা বড় ট্রেতে দিয়ে রাস্তার কুকুরদের খাওয়ানো হয়। এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এই ভিডিওটি দেখে প্রচুর প্রশংসা করেছেন।

https://www.facebook.com/125579624120859/posts/3512444602100994/

‘Animals matter to me Mumbai’ নামে ফেসবুক পেজ এই ভিডিও তাদের পেজে পোস্ট করে। তারপরেই এই ভিডিওটি ৫২ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে। ভিডিওটি শেয়ার হওয়ার পর ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অধিকাংশের বক্তব্যই হলো, “এই প্রথা সকল মন্দিরেই চালু করা উচিত, তাহলে দেশের সকল অভুক্তই খেতে পাবে। যদিও দুগ্ধজাত জিনিস কুকুরের শরীরের জন্য ভালো নয় তবু কিছু না খাওয়ার থেকে কিছু খাওয়া ভালো।” আর এর পাশাপাশি দর্শনার্থীদের আনা দুধ ভগবানকে দেওয়া পরে অভুক্ত কুকুরদের দেওয়ার ফলে দর্শনার্থীদের জীব পুজোয় শিব পুজোর ফল লাভ হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই এই ভিডিওটি প্রতিটি সম্প্রদায়ের মানুষেরই প্রশংসা কুড়িয়েছে।