ভেঙ্গে গেল ব্রাহ্মণী নদীর বাঁধ, বন্যার আশঙ্কায় হাজার হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদন : বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের ফলে প্রবল বর্ষণ হয়েছে বীরভূমের বিস্তীর্ণ এলাকায়। বীরভূমের উপর দিয়ে বয়ে যাওয়া প্রায় প্রতিটি নদীতে জল বেড়েছে বিপুল পরিমাণে। মাত্রাতিরিক্ত জল বাড়ার কারণে জলাধারগুলি থেকে ছেড়ে দেওয়া হয়েছে জল। নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় বন্যায় ভ্রুকুটি দেখা দিয়েছে। ইতিমধ্যেই সকালে মহঃবাজারের তেঁতুলবেড়িয়া গ্রামে ঢুকে পড়েছে দ্বারকা নদীর জল। এরই মাঝে খবর, ভেঙে গিয়েছে ব্রাহ্মণী নদীর বাঁধ।

বীরভূমের নলহাটি থানার অন্তর্গত নলহাটি ১ নম্বর ব্লকের মকরমপুর ও রাণীনগরের মাঝে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে পড়ে আজ বেলা এগারোটা নাগাদ। নলহাটি ব্লকের বারলা গ্রাম পঞ্চায়েতের ভদ্রপুরের কাছে এই ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে পড়ায় রীতিমতো আতঙ্কিত পার্শ্ববর্তী এলাকার ১০ থেকে ১২ টি গ্রামের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা গোপাল মন্ডল জানান, “বাঁধ ভেঙে যাওয়ার পর থেকেই গ্রামে জল ঢুকছে হুড়হুড় করে। ফসলের মাঠ বেশির ভাগ জলের তলায় চলে গিয়েছে, শুধু বাড়িঘর জলে ডুবতে বাকি। জল আরো বাড়বে, আর বাড়লেই বাড়িঘর জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় রাণীনগর, মকরমপুর, কেলাই, গোপগ্রাম কানুপুর, বালশা, মধুপুর, মোতায়েন, জয় চন্দ্রপুরের মত এলাকাগুলির প্রায় ২০০০০ মানুষের ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। নলহাটি থানার তরফ থেকে প্রশাসনিকভাবেও মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে।

জানা গিয়েছে, বীরভূম এবং বীরভূম লাগোয়া ঝাড়খন্ডে অতিবৃষ্টির ফলে জল বাড়ায় এমন বিপর্যয়।