সুখবর, এবার ক্যান্সার রোগীদের বিশেষ চিকিৎসায় অর্থ যোগাবে স্বাস্থ্য সাথী কার্ড

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য চিকিৎসায় খরচ যোগাতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আনা হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্প আগে নির্দিষ্ট সংখ্যক মানুষদের জন্য থাকলেও বর্তমানে তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই প্রকল্পই এবার ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য সুখবর দিলো।

বিনা খরচে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দা তাদের চিকিৎসার জন্য যে ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে মাঝে মাঝে নানান অভিযোগ উঠলেও রাজ্যের হাজার হাজার মানুষ এই প্রকল্পের মধ্য দিয়ে উপকৃত হচ্ছেন। সম্প্রতি জানা গিয়েছে এই প্রকল্পের মধ্যদিয়েই ক্যান্সার আক্রান্ত রোগীরা তাদের বোন ম্যারো প্রতিস্থাপনের ক্ষেত্রেও খরচ পাবেন। ইতিমধ্যেই এই নজির গড়তে চলেছে রাজ্য।

ক্যান্সার আক্রান্ত রোগীদের বোন ম্যারো প্রতিস্থাপন করার ক্ষেত্রে এই প্রকল্প অর্ধেক খরচ যোগাবে। বোন ম্যারো প্রতিস্থাপন মানেই হলো বিপুল অঙ্কের অর্থ খরচ। কয়েক লক্ষ টাকা খরচ হয়ে থাকে এই চিকিৎসার জন্য। সে ক্ষেত্রে রাজ্য সরকার এই প্রকল্পের আওতাধীন রোগীদের অর্ধেক খরচ বহন করবে।

সম্প্রতি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে টুইট করে এমনটাই জানানো হয়েছে। তবে এই খরচ রাজ্য সরকার প্রথম গ্রহণ করতে চলেছে বলেও জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে, হুগলির উত্তর পাড়ার এক ব্যক্তি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার প্রয়োজন হয়ে পড়েছে। এই চিকিৎসার জন্য খরচ ১০ লক্ষ টাকা। সেক্ষেত্রে রাজ্য সরকার এর অর্ধেক খরচ বহন করবে।

রাজ্য সরকারের এই স্বাস্থ্য বীমা প্রকল্পের মধ্য দিয়ে এমন খরচ নজিরবিহীন। আর এই নজিরবিহীন পদক্ষেপের পরেই রাজ্যের দুঃস্থ দরিদ্র মানুষেরা যাদের চিকিৎসার জন্য এত এত টাকা খরচ করা প্রায় অসম্ভব তারাও আশার আলো দেখতে শুরু করেছেন। আগামী দিনেও রাজ্য সরকার এমন একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও তাদের আশা।