আগামীকাল ভাইফোঁটা, জেনে নিন নির্ঘন্ট

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল মঙ্গলবার ২৯ শে অক্টোবর বাঙালির ঘরে ঘরে পালিত হবে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। তবে এই দিন ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া পালনের ক্ষেত্রে রয়েছে শাস্ত্রমতে রয়েছে সঠিক সময়।

পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন অর্থাৎ কালীপুজোর ঠিক একদিন পরেই এই ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা পালিত হয়। কখনো কখনো এই উৎসব আবার শুক্লপক্ষের প্রথম দিনেও পালিত হয়ে থাকে। শুধু বাঙ্গালীদের মধ্যে নয়, পশ্চিম ভারতের এই উৎসব পালিত হয়ে থাকে ভাই দুজ নামে।

ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটাকে কেন্দ্র করে রয়েছে পৌরাণিক কাহিনী। মহাভারতে বর্ণিত বর্ণনা অনুসারে নরকাসুর দমনের পর শ্রীকৃষ্ণ এদিন বোন সুভদ্রার কাছ থেকে ভাইফোঁটা নিয়েছিলেন। তারপর থেকেই ধুমধামে পালিত হয়ে আসছে এই ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা।

২০১৯ সালের ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার লগ্ন

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:

২৯ শে অক্টোবর ২০১৯, বাংলা তারিখ: বাংলা ১১ই কার্তিক, ১৪২৬ : মঙ্গলবার প্রতিপদ সকাল ৬ টা ১৪ মিনিট থেকে দ্বিতীয়া রাত্রি ৩ টে ৪৮ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

২৯ অক্টোবর, ২০১৯ (বাংলা তারিখ: ১১ কার্তিক, ১৪২৬), মঙ্গলবার প্রতিপদ ৭ টা ৪৫ মিনিট থেকে ৩০ অক্টোবর, দ্বিতীয়া সকাল ৬ টা ১২ মিনিট পর্যন্ত।