গ্যাস ডিস্ট্রিবিউটরদের একচেটিয়াপনার দিন শেষ! নতুন নিয়মে বদলে যাবে সবকিছু

নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষজুড়ে প্রাকৃতিক গ্যাস বিপণনকারী সংস্থা রয়েছে ৩৪ টি। এই সংস্থাগুলি এবং এদের ডিস্ট্রিবিউটররা এতদিন নিজেদের একচেটিয়া ব্যবসা করে আসছিল। তবে এবার সেই একচেটিয়া ব্যবসায়ী থাবা বসাতে চলেছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে আগামী ৬ মাসের মধ্যেই আসছে নতুন নিয়ম, যে নিয়মে মাধ্যমে আর নিজেদের একচেটিয়াপনা বজায় রাখতে পারবে না এই সকল সংস্থা এবং ডিস্ট্রিবিউটররা।

Source

জানা গিয়েছে, ২০০৯ সালে প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ন্ত্রক পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ড (পি.এন.জি.আর.বি.) দেশের শহরগুলিতে গ্যাস বিতরণ সংস্থাগুলিকে প্রথম পাঁচ বছরের জন্য গ্যাস বিপণনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়। সেই অনুমোদন অনুযায়ী পাইপলাইন বসানো সহ অন্যান্য খরচ তুলতে ২৫ বছর সময় বরাদ্দ করা হয়।

যদিও এই তিন সদস্যের এক সদস্যের বক্তব্য, আগামী কয়েক মাসের মধ্যে গ্যাস বিপণন সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতামূলক বাজার খুলে দেওয়া হবে।

বাণিজ্যিক ও পর্যবেক্ষকের দায়িত্বে থাকা পর্ষদের সদস্য সতপাল গর্গ জানান, সংস্থাগুলি তাদের বেশিরভাগ অংশ তুলতে সক্ষম হচ্ছে।

Source

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই নতুন পদ্ধতির রূপরেখা তৈরি হয়ে যাবে। পরীক্ষামূলক ভাবে প্রথমে এই পদ্ধতিকে শুরু করার পর নতুন নিয়ম সম্পর্কে সাধারণ মানুষ এবং ডিস্ট্রিবিউটরদের মতামত গ্রহণ করা হবে।