দাতব্য চিকিৎসালয়ে বিস্ফোরণ, ভেঙে গেল কংক্রিটের দেওয়াল

লাল্টু : ফের বিস্ফোরণ বীরভূমে। আর এবার বিস্ফোরণের ঘটনা ঘটলো একটি দাতব্য চিকিৎসালয়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই দাতব্য চিকিৎসালয়ের কংক্রিটের দেওয়াল থেকে শুরু করে দরজা ভেঙে পড়েছে। আর এমন ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার অন্তর্গত হেতমপুর গ্রাম পঞ্চায়েতের চম্পা নগরী বা চাঁপানগরী গ্রামে। যে দাতব্য চিকিৎসালয়ে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই চিকিৎসালয়টি হেতমপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃক অনুমোদিত। হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওই গ্রামের একটি বিল্ডিংয়ের দুটি রুমের মধ্যে একটি রুম দেওয়া হয় হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য এবং অন্য একটি রুমে এলাকার বাসিন্দারা গ্রামের বিভিন্ন অনুষ্ঠানের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেন। আর এই বিল্ডিংয়েই গতকাল মধ্যরাতে একটা দেড়টা নাগাদ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে ওই বিল্ডিংয়ের কংক্রিটের দেওয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে, বেশ কয়েকটি জায়গায় বড়সড় ফাটল তৈরি হয়েছে, দেওয়াল, ছাদের অংশেও ফাটল তৈরি হয়েছে এবং দরজা জানালা ভেঙে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বোমা মজুত রাখার কারণেই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই বিস্ফোরণের ঘটনার পর এদিন সকাল থেকে ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার মূলে কি রয়েছে।

প্রসঙ্গত, এই হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়টি লকডাউনের আগে পর্যন্ত স্থানীয় মানুষদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো। এরপর লকডাউন জারি হওয়ার পর থেকেই চিকিৎসা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।