First Superbike of World: এটিই ছিল বিশ্বের প্রথম সুপার বাইক, দাম আর ফিচার শুনলে অবাক হবেন

What the world’s first super bike looked like 54 years ago: স্পোর্টসবাইক কিংবা সুপারবাইক (First Superbike of World), পছন্দ করেনা এমন ছেলের সংখ্যা খুবই কম। জীবনে এমন একটা বাইক কেনার স্বপ্ন সবারই থাকে। তবে বর্তমান সময়ে এসে সুপারবাইক বা স্পোর্টসবাইক কথাটি শুনলে সত্যি সাধারণ মনে হয়। কারণ বর্তমান বাজার ছেয়ে গেছে এই ধরনের বাইকে। কিন্তু ৫০ বছর আগের ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। তখনকার দিনে সুপার বাইক কথাটির গুরুত্ব ছিল একেবারে আলাদা। তখনকার ঘটনা শুনলে বাইক প্রেমিকদের শিহরণ জেগে উঠবে। হন্ডা প্রথম ১৯৬৯ সালের ৫ই এপ্রিল এই ধরনের একটি বাইক বাজারে এনেছিল।

প্রথম ১৯৬৯ সালে যখন মার্কেটে এই বাইকটি (First Superbike of World) লঞ্চ করেছিল হোন্ডা তখন শত শত মানুষের মধ্যে ছিল চরম উন্মাদনা। সবার সামনে রাখা হয়েছিল পৃথিবীর প্রথম সুপারবাইক হন্ডা সিবি৭৫০ (Honda CB750)। ওই সালে এই বাইকটির উৎপাদন শুরু হয়েছিল ব্যাপকভাবে। সেদিন ব্রাইটন মোটরসাইকেলের শোতে লোকধারণের জায়গা ছিল না। ব্রিটেনে শুধু ছিল এই বাইকটিরই চর্চা। আমেরিকা ও জাপানেও এই বাইকটি ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। এই সুপারবাইকে ছিল চারটি সিলিন্ডার এবং ডিস্ক ব্রেক। হন্ডা সেই সময় জয় করে নিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল প্রস্তুতকারকের খেতাব।

মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা হন্ডা ১৯৬৭ সালে পরপর পাঁচবার জিপি রেসিং জেতে। সেই সময় ৫০০ সিসির বাইকের উপর সরকার কঠোর নিয়ম জারি করেছিল, যার ফলে হন্ডা নিজের নাম জিপি রেসিং থেকে সরিয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯৬০ সালে বাইকের বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ার ফলে চিন্তায় পড়ে যায় সংস্থাটি। ঠিক সেইসময় হন্ডার একটি ৪৫০ সিসির বাইক রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল বাজারে। আমেরিকাতে ৪৫০ সিসির বাইক মানুষ খুব একটা পছন্দ করছে না এমনটাই দেখেন হন্ডার প্রজেক্ট লিডার ইয়োশিরো হন্ডা। এই একই রেঞ্জ এ রয়্যাল এনফিল্ড এবং ট্রাম্পের মতো সংস্থার কাছে প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়েছিল হন্ডা।

তারপর থেকেই হন্ডা সবাইকে চমকে দিয়ে বাজারে আনল বড় ইঞ্জিনের বাইক। বিশ্বের প্রথম সুপার বাইক (First Superbike of World) লঞ্চ করে হন্ডা ৭৫০ সিসির মোটরসাইকেল সিবি৭৫০। প্রথম ১৯৬৯ সালে হণ্ডা এই বাইকটি লঞ্চ করেছিল। এই সুপার বাইকটি ৬৭ হর্সপাওয়ার তৈরি করতে পারত যা ছিল হার্লে ডেভিডসনের ১৩০০ বাইকের থেকে ১ হর্সপাওয়ার বেশি।

১৯৭৯ সালে হণ্ডা এই বাইকটির দাম রেখেছিল ১২৯৫ মার্কিন ডলার। হন্ডা প্রথমে এই বাইকটির পনেরশো ইউনিট তৈরি করে। কিন্তু আমেরিকাতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১৫০০ ইউনিট থেকে বৃদ্ধিতে হয় প্রতি মাসে তিন হাজার ইউনিট। কখন থেকে শুরু হয় এই বাইকের চাহিদার পতন? মার্কেটে যখন ট্রাম্প ট্রিডেন্ট এবং বিএসএ রকেট 3 মোটরসাইকেল লঞ্চ করে তখন হন্ডা সিবি৭৫০ এর বিক্রি অনেক কমতে শুরু করে। এই বাইকটি কিন্তু জাপানের সবথেকে দামি মোটরসাইকেল হিসেবে বিবেচিত হয়েছিল। ২০২০ সালে ন্যাশনাল মোটরসাইকেল মিউজিয়ামে এই বাইকটি নিলামে ওঠে এবং যার দর হয় ১ লাখ ৬১ হাজার পাউন্ড। এই দরটি জাপানের কোন মোটরসাইকেল এখনো পর্যন্ত ছুঁতে পারেনি।