রাজ্যের সবচেয়ে চওড়া আধুনিক ফুট ওভারব্রিজের উদ্বোধন শুক্রবার

নিজস্ব প্রতিবেদন : ২০১৮ সালের ২৩ অক্টোবরের কথা মনে পড়ে। যে দিন সন্ধ্যায় যাত্রীদের চাপে সাঁতরাগাছি রেলস্টেশনের ফুট ওভারব্রিজে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান এক যাত্রী। আর সেই ঘটনায় সমস্ত দোষ যায় রেলের ঘাড়ে। আর এবার সেখানেই শুক্রবার উদ্বোধন হতে চলেছে রাজ্যের সবচেয়ে চওড়া আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফুট ওভারব্রিজের। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ভার্চুয়ালি হাত ধরে এই ফুট ওভারব্রিজের উদ্বোধন হবে।

শুক্রবারে সাঁতরাগাছিতে যে ফুট ওভারব্রিজের উদ্বোধন হতে চলেছে সেটি দুই লেনের। এই রেল স্টেশনে যতগুলি প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মেই এই ফুট ওভারব্রিজ দিয়ে যাতায়াত করা যাবে। লম্বাই এটি ১৬৬ মিটার এবং চওড়াই ১২ মিটার। এত চওড়া রেল ফুট ওভারব্রিজ রাজ্যে আর কোথাও নেই বলে দাবি করা হয়েছে রেলের তরফ থেকে। এই ফুট ওভারব্রিজ তৈরি করতে দক্ষিণ-পূর্ব রেলের মোট খরচ হয়েছে ১৫ কোটি টাকা।

এর পাশাপাশি সাঁতরাগাছি রেলস্টেশনকে টার্মিনাল স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে রেল মন্ত্রক। মূলত হাওড়া রেল স্টেশনের উপর দিন দিন বেড়ে চলা চাপ কমাতে এই লক্ষ্যে হাঁটছে রেল মন্ত্রক। আর এই টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা সম্পূর্ণ হলে এই রেল স্টেশনে যাত্রীদের ভিড় আরও বাড়বে।

[aaroporuntag]
সাঁতরাগাছি রেল স্টেশনকে টার্মিনাল হিসাবে গড়ে তোলার জন্য বেছে নেওয়ার ক্ষেত্রে রেল মন্ত্রকের তরফ থেকে যেগুলির দিকে নজর দেওয়া হয়েছে তা হলো, এই রেলস্টেশন থেকে কোনা এক্সপ্রেস হয়ে বিদ্যাসাগর সেতু পার হয়ে সহজেই কলকাতা পৌঁছানো যায়।