রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, অবশেষে বাড়তে চলেছে বেতন

নিজস্ব প্রতিবেদন : পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ পে বেতন কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম বেতন বৃদ্ধি ঘোষণা করলেন তিনি। রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন করা হলো ১৭,৯৯০ টাকা। ৬ লক্ষ টাকা থেকে বেড়ে গ্র্যাচিউটি হলো ১০ লক্ষ টাকা। এই নতুন বেতন কার্যকারী হবে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে।

ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা একাধিকবার আন্দোলন করেছেন। হাইকোর্টে আইনি লড়াইও চলছে এখনও। ফলে ডিএ এবং পে কমিশনের সুপারিশ করা অঙ্ক একসঙ্গে জুড়ে নতুন বেতন কাঠামো তৈরি হবে। এরপর হাউস রেন্ট, মেডিক্যাল ভাতার বিষয়টি পরে ভেবে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর হাউসলেট মেডিকেল ভাতার বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন নতুন বেতন কমিশনের সুপারিশ মঞ্জুর করতে রাজ্য সরকারকে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের খুশি সরকারি কর্মচারীরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি কথা দিয়েছিলাম কথা রাখবো। যে কথা রাখতে পারবো না তা দিই না। আজ রিপোর্ট হাতে পেয়ে আমি অনেক কিছু ঘোষণা করতে পারতাম। কিন্তু তা করছি না।”

কেন্দ্রের পেনশন নীতির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কন্ট্রিবিউটরি পেনশনের তীব্র নিন্দা করেন তিনি। তিনি বলেন, “দেশের মধ্যে বাংলাতে একমাত্র পেনশন চালু আছে। অনেকেই বলেছিলো বন্ধ করে দিন। তাহলে আমার ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বেঁচে যেত। কিন্তু আমি কর্মীদের দিকে তাকিয়ে করিনি।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ শে নভেম্বর ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ঝুলে থাকার কারণে সরকারি কর্মচারীদের মধ্যে দিন দিন বাড়ছিল ক্ষোভ। আর এর প্রতিফলন দেখা গিয়েছিল গত লোকসভা ভোটে। তৃণমূলের থেকে বিজেপি ব্যালট ভোটে বেশিরভাগ জায়গাতেই এগিয়ে ছিল।