স্ত্রীকে সঙ্গে নিয়ে নোবেল জয় করে যুগান্তকারী দৃষ্টান্ত গড়লেন বাঙালি অর্থনীতিবিদ

নিজস্ব প্রতিবেদন : অর্থনীতিতে এর আগে বাঙালি হিসাবে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। আর এবার সেই অর্থনীতিতে নোবেল পেতে চলেছেন আরও এক বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যিনি কিনা নোবেলজয়ী অমর্ত্য সেনের ছাত্র। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে একই মঞ্চে নোবেল পেতে চলেছেন তাঁরও স্ত্রীর এসথার ডুফলো, যা বিশেষভাবে উল্লেখযোগ্য।

এ বছর অর্থনীতিতে তিনজন নোবেল পেতে চলেছেন। যাদের মধ্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন একজন বাঙালি, তাঁর স্ত্রী এসথার ডুফলো ও মাইকেল কার্মার৷ আজ এই তিনজনের নাম ঘোষণা করা হয়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পাচ্ছেন, বিশ্বব্যাপী দারিদ্র্য মুক্তি ঘটাতে তাঁর পরীক্ষামূলক পদ্ধতির জন্য।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর পথ চলা শুরু বাংলার মাটিতে। কলকাতায় সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা। অর্থনীতিতে নোবেল পাওয়া আরেক বাঙালি অমর্ত্য সেন যে কলেজে পড়াশোনা করেছেন, সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকেই অর্থনীতিতে স্নাতক হন তিনি। স্নাতকোত্তর করেন দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে। অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেই পাড়ি দেন বিদেশে। ১৯৮৮ সালে হাভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি। আদ্যোপান্ত বাঙালি, ঝরঝরে বাংলা বলতে পারা অভিজিতবাবুর সাফল্যে আজ গোটা দেশ গর্বিত করেছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল৷

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার এবার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে৷ আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷