যে ১৩ টি কাজের জন্য প্যান কার্ড আবশ্যিক

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয়দের জন্য প্যান কার্ড একটি অতি আবশ্যিক পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছে। প্যান কার্ড ছাড়া বর্তমানে অনেক কাজ রয়েছে যেগুলি করা সম্ভব নয় অথবা অনেক ঝঞ্ঝাট বইতে হয়। তাই ব্যাঙ্ক অথবা সোনা কেনা, প্যান কার্ডের আবশ্যিকতা রয়েছে এমন ১৩ টি কাজ।

১) ৫০০০০ টাকার বেশি শেয়ার কেনাকাটায় প্যান কার্ড আবশ্যিক।

২) ৫ লক্ষ টাকার উপরে সোনা কেনাকাটায় প্যান কার্ড অবশ্যই প্রয়োজন।

৩) একইভাবে অলংকার অথবা গয়না কিনতে গেলেও প্যান কার্ড প্রয়োজন।

৪) ৫০০০০ টাকার উপরে বন্ড বা ডিবেঞ্চার কিনলেও প্যান কার্ড লাগবে।

৫) দু চাকা হোক অথবা চারচাকা, গাড়ি কেনার ক্ষেত্রেও প্যান কার্ড প্রয়োজন।

৬) ব্যাঙ্কে টাকা ডিপোজিট ক্ষেত্রে ৫০০০০ টাকার উপরে প্যান কার্ড প্রয়োজন।

৭) পোস্ট অফিসে ৫০০০০ টাকার উপরে লেনদেনের ক্ষেত্রেও প্যান কার্ড প্রয়োজন।

৮) ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড প্রয়োজন। পাশাপাশি আগের কোনো অ্যাকাউন্ট প্যান কার্ড ছাড়া খোলা থাকলে সেটিতেও প্যান কার্ড লিঙ্ক করাতে হবে।

৯) এক লক্ষ টাকা বা তার বেশি কেনাবেচার প্যান কার্ড লাগবে।

১০) টেলিফোন সংযোগ নেওয়ার জন্য আবেদন করার সময় প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

১১) হোটেলে এক দিনে ২৫০০০ টাকার বেশি খরচ হলে প্যান কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে।

১২) একদিনে ৫০০০০ টাকার বেশি ড্রাফ্ট, নগদ অথবা চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড দেখাতে হবে।

১৩) বিদেশযাত্রায় ২৫০০০ টাকার বেশি টিকিটের মূল্য হলে সে ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন।