সরকারি হাসপাতালে Online-এ আউটডোরের টিকিট করার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : সরকারি হাসপাতালের আউটডোরে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা দীর্ঘদিনের। যে সকল সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত অর্থের অভাব, তারা বেশিরভাগই হাসপাতালের এই বিনামূল্যে চিকিৎসার উপর নির্ভরশীল। তবে হাসপাতালে এই আউটডোরে চিকিৎসার জন্য আপনাকে একটি টিকিট করতে হয় দুই টাকা মূল্য দিয়ে। মূল্য বড় কথা নয়, টিকিট করার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো দীর্ঘ লাইন। আর এই দীর্ঘ লাইনের বিরক্তিতেই অনেকে হাসপাতালের আউটডোর এগিয়ে চিকিৎসা করাতে অনীহা প্রকাশ করেন। এই বিষয়ে এই মুহূর্তে চলে এসেছে বড় সমাধান। আর দরকার নেই দীর্ঘ লাইন দেওয়ার, বদলে বাড়িতে বসেই অথবা স্মার্ট ফোন থেকেই চিকিৎসা করানোর ৭ দিন আগে থেকেই করে নিতে পারেন আউটডোরের টিকিট। আর অনলাইনে টিকিট করলে যেমন আপনাকে দীর্ঘ লাইন দিতে হবে না, ঠিক তেমনই দিতে হবে না টিকিটের মূল্যও। তাহলে কিভাবে করবেন টিকিট চলুন দেখে নেওয়া যাক।

  • রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট www.wbhealth.gov.in প্রবেশ করতে হবে।
  • বাঁ দিকে ই-গভর্ন্যান্স কলামে ব্যবস্থা রয়েছে ‘ওপিডি টিকিট বুকিং – এর অপশন।
  • সেখানে ক্লিক করতে হবে। খুলে যাবে একটি আলাদা উইন্ডো। সেখানে নিজের মোবাইল নম্বর দেওয়ার পর একটি ওটিপি আসবে। সেটি দেওয়ার পর একটি ফর্ম পূরণ করে কাটতে হবে টিকিট। ফর্মটিতে পাবেন কোন বিভাগে, কবে, কোন হাসপাতালে দেখাতে চাইছেন ইত্যাদি।
  • সাধারণ আউটডোর টিকিট কাটতে দুই টাকা দিতে হয়, কিন্তু অনলাইনে কোনো টাকা লাগবে না।
  • ডাক্তার দেখানোর সাত দিন আগে থেকে ওই দিন বেলা ১১ টা পর্যন্ত টিকিট কাটার ‘অপশন খোলা থাকবে।
  • অনলাইনে করা টিকিট প্রিন্ট-আউট করে নিয়ে আউটডোরের নির্দিষ্ট কাউন্টারে গেলেই বার-কোড স্ক্যান করে ওই টিকিটে স্ট্যাপ দিয়ে দেবেন কর্মীরা। সেটি নিয়ে সরাসরি ডাক্তারের ডাক্তারের কাছে গেলেই পেয়ে যাবেন চিকিৎসা।

সকলের সুবিধার্থে সরাসরি টিকিট করার আলাদা একটা লিঙ্ক দেওয়া হলো। http://onlinehmis.wbhealth.gov.in/

  • এখানে ক্লিক করেই আপনার ফোন নাম্বার দিয়ে SUBMIT করুন, সঙ্গে সঙ্গে আপনি একটি OTP পেয়ে যাবেন।
  • আপনার ফোনে আসা OTP নাম্বারটি দিয়ে ফোন নাম্বার যাচাই করুন।
  • নাম্বার যাচাই হয়ে গেলেই নতুন একটা পেজ খুলবে, তারপর উপরের দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।

যে সকল হাসপাতালের ক্ষেত্রে অনলাইনে আউটডোরে টিকিট করার সুবিধা রয়েছে।

  • N.R.S. MEDICAL COLLEGE & HOSPITAL
  • S.S.K.M HOSPITAL & IPGMER
  • R.G.KAR MEDICAL COLLEGE & HOSPITAL
  • CALCUTTA NATIONAL MEDICAL COLLEGE & HOSPITAL
  • MURSHIDABAD MEDICAL COLLEGE & HOSPITAL
  • BANKURA SAMNILANI MEDICAL COLLEGE & HOSPITAL
  • IPGMER & SSKM Annex-1 BANGUR INSTITUTE OF NEUROSCIENCES
  • MALDA MEDICAL COLLEGE & HOSPITAL
  • MIDNAPUR MEDICAL COLLEGE & HOSPITAL
  • BARDWAN MEDICAL COLLEGE & HOSPITAL
  • NORTH BENGAL MEDICAL COLLEGE & HOSPITAL
  • PURULIA GOVT MEDICAL COLLEGE & HOSPITAL/DEBEN MAHATO SADAR HOSPITAL
  • COOCHBEHAR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL, MJN HOSPITAL
  • RAIGANJ GOVT MEDICAL COLLEGE & HOSPITAL
  • DIAMOND HARBOUR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL
  • RAMPURHAT GOVT MEDICAL COLLEGE & HOSPITAL