কিশোরের মৃত্যুর ঘটনায় আইন মেনে তদন্ত চলছে, পুলিশ সুপার

অমরনাথ দত্ত : মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া মল্লারপুরের বাউরি পাড়ার কিশোর শুভ মেহেনার পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় আইন মেনে সমস্ত রকম তদন্ত শুরু করা হয়েছে বলে রবিবার জানালেন বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং। যদিও এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই গত দু’দিন ধরে এলাকায় ব্যাপক উত্তেজনা এবং বিক্ষোভ ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ঘটনাকে কেন্দ্র করে গতকাল মল্লারপুরে ১২ ঘন্টা ধর্মঘট পালিত হয় বিজেপির তরফ থেকে।

শনিবার রাতে মৃত ওই কিশোরীর পরিবারের সাথে দেখা করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল। তারপর সেই প্রতিনিধি দল রবিবার বোলপুরের সার্কিট হাউসে বৈঠক করেন বীরভূম জেলা জেলাশাসক মৌমিতা গোদারা বসু এবং বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের সাথে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ওই কিশোরের ময়নাতদন্তকারী চিকিৎসকও।

বৈঠক শেষে বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, “পুলিশ হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে যে সকল নিয়ম পালন করা উচিত সব নিয়মই আমরা পালন করেছি। জুডিশিয়াল তদন্ত হচ্ছে, ম্যাজিস্ট্রেট তদন্ত হয়েছে, ৩ জন সিনিয়র চিকিৎসক ওই কিশোরের ময়না তদন্ত করেছেন। ইতিমধ্যেই সেই রিপোর্ট আমরা পেয়েছি। যে রিপোর্ট পেয়েছি তা আমরা কমিশনকে পাঠিয়ে দিয়েছি।”

অন্যদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, “গতকাল আমরা মৃত ওই কিশোরীর পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলাম। জেলাশাসক এবং পুলিশ সুপারকে আমি জানিয়েছি ওই পরিবারের পাশে সব সময় থাকার জন্য। কোনোরকম অসুবিধা হলেই তাদের যেন সাহায্য করা হয়। এই ঘটনার পেছনে পুলিশ যে সকল দাবি করেছে সে সকল দাবিকে খতিয়ে দেখার জন্য আজ কলকাতা থেকে ফরেনসিক দল আসছে। তারা সমস্ত বিষয় খতিয়ে দেখবেন।”