প্রথায় হার মানায় কীর্ণাহারের শতাব্দী প্রাচীন দত্ত বাড়ির পূজো

নিজস্ব প্রতিনিধি : বীরভূমের কীর্ণাহার বহু পুরাতন এক জনপদ। সুপ্রাচীন ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই ছোট্ট জনপদের নাম। কীর্ণাহারের নাগডিহি সংলগ্ন এলাকায় আছে চন্ডীদাসের সমাধি। রাষ্ট্রপতির জন্ম প্রণব মুখার্জির জন্মস্থানও এই এলাকায়। এই গ্ৰামে বারোয়ারী পুজোর চেয়ে পারিবারিক পুজোর সংখ্যা বেশি। প্রত্যেকটি পুজোই আপন আপন রীতি পারিবারিক নিয়ম কানুন নিয়ে পালন করে আসছে সুপ্রাচীন ধারা।

কীর্ণাহারের নাগডিহি সংলগ্ন এলাকায় দত্ত বাড়ির পুজো সেরকমই এক পুজো। প্রায় দেড়শ বছরের এই পুজোর বদল হয়নি কিছুই। শতাব্দী প্রাচীন পারিবারিক এই পুজোর নিয়মকানুন একশ বছর ধরে একই রকম ভাবে পালিত হয় আজও।

দত্ত বাড়ির সদস্য উমাচরণ দত্ত, ষষ্ঠী দত্ত, খোকন দত্তরা জানান, “প্রায় ১৫০ বছর আগে তাদের এই পারিবারিক পুজো শুরু হয়। এই পুজোর মূল বৈশিষ্ট্য পাঁঠা বলি না হয়ে হয় লাউ ও চিনি বলি। পুরোটাই হয় বৈষ্ণব মতে।”

দেড়শ বছর আগে যে ব্রাহ্মণ পরিবার এই পুজো করতেন, তাদেরই বংশধররা এই পুজো এখনও করে চলেছেন। একচালার এই দুর্গা প্রতিমারও কোন বদলও ঘটেনি শত বছর ধরে। দূরদূরান্ত থেকে প্রতিবার বহু মানুষ আসেন কীর্ণাহারের দত্ত বাড়ির পুজোর লাউ ও চিনি বলি দেখতে।

এখন চলছে ঠাকুর বাড়িতে শেষ মুহূর্তের কাজ। বাংলার বহু প্রাচীন এই দত্ত বাড়ির পুজো বয়ে চলেছে আপন রীতি ও ঐতিহ্য বহন করে।