চোখের পলকে হুরমুড়িয়ে ভেঙ্গে পড়লো পুরো তিনতলা বাড়ি

নিজস্ব প্রতিবেদন : চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল পুরো একটি তিনতলা বাড়ি। আর সেই বাড়ি ভেঙে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভিডিও দেখে মনে হচ্ছে ঠিক যেন খেলনা বাড়ি ভেঙে পড়ছে। ঘটনাটি ঘটেছে শনিবার সাতসকালে মেদিনীপুরের দাসপুর এলাকায়। মেদিনীপুরের দাসপুর এলাকার নিশ্চিন্তপুর গ্রামে এমনভাবে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা দেখে হতবাক হয়ে পড়েছেন।

তবে এইভাবে একটি পুরো তিনতলা বাড়ি ভেঙে যাওয়ার ঘটনায় কারোর হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে কেউ বসবাস করতেন না। গুদামঘর হিসেবে বাড়িটি ব্যবহার করা হতো। তবে আচমকা এইভাবে বাড়িটি ভেঙে পড়ায় বাড়ির ভেতরে থাকা জিনিসপত্রের বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

ওই বাড়িটি নিমাই প্রামানিক নামে স্থানীয় এক ব্যক্তির বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বাড়িটি ছিল এলাকার একটি পুরাতন খালের পাশে। বর্ষার কথা মাথায় রেখে আগাম গোমড়াই খালের সংস্কারের কাজ করা হচ্ছে। তবে খাল সংস্কারের কাজ করা হলেও এইভাবে বাড়ি ভেঙে পড়ে যাওয়ার ঘটনা সত্যিই বিস্ময়কর।

এ নিয়ে স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দিন কয়েক টানা বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে যায়। আর তারপর খালের ঠিক পাড়ে বাড়িটি হওয়াই আচমকা মাটির নিচে ধস নামতে শুরু করলে এইভাবে ভেঙ্গে পড়ে। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, ভেঙে পড়া ওই তিনতলা বাড়িটির বর্তমান পরিস্থিতিও ভাল ছিলনা। বাড়ির বিভিন্ন অংশে ফাটল লক্ষ্য করা গিয়েছিল।