ভালোবাসার কাছে হার মানলো পণ প্রথা, যৌতুক না নিয়েই হলো বিয়ে

নিজস্ব প্রতিবেদন : মেয়ের বাড়ি থেকে সঠিক সময় যৌতুক দিতে পারায় বিয়েতে রাজি হয়নি ছেলের পরিবার। কিন্তু বিয়েতে পরিবার রাজি না হলেও দুজনের কথোপকথনে সম্পর্কটা অনেকটাই গড়িয়ে গেছে। তাই বাড়ির অমতকে উপেক্ষা করেই বাড়ি ছেড়ে ওই পাত্র বিয়ে স্থির হওয়া পাত্রীকে বিয়ে করেই সটান বীরভূমের কাঁকড়তলা থানায় হাজির। পুলিশকে তারা জানিয়েছে নিজের ইচ্ছাতেই বিয়ে করেছেন দুই জন।

গত কয়েকমাস আগে বর্ধমানের জামুরিয়ার দেশেরমন গ্রামের সেখ সানুর সাথে বীরভূমের কাঁকড়তলার তাহিদা ইয়াসমিনের বিয়ের ঠিক হয়। ওই সময় ছেলের পরিবার থেকে মোটরসাইকেল, সোনাদানা সমেত আড়াইলক্ষ টাকা যৌতুক চাওয়া হয়। ২৯ শে নভেম্বর ঠিক হয় বিয়ের দিন। কিন্তু তার আগে যৌতুকের টাকা জোগাড় করে উঠতে পারেননি মেয়ের পরিবার। সেই কারনে বিয়েতে বেঁকে বসেন ছেলের বাবা ও মা।

তবে পাত্র বাড়ি ছেড়ে এসে বিয়ে করেন মেয়েকে, এরপরেই তারা হাজির হয় কাঁকড়তলা থানায়। সেখানে এসে সমস্ত ঘটনা পুলিশকে জানিয়ে রওনা দেয় পাত্রের কর্মস্থলে নববিবাহিতা বৌকে নিয়ে।