কাজ করতে অনীহা, অলস ঘোড়ার অভিনব কৌশল হার মানাবে মানুষকেও

নিজস্ব প্রতিবেদন : একঘেয়ামি কাজ করতে শুধু মানুষের গায়ে জ্বর আসে না, গায়ে জ্বর আসে পশুদেরও। সাধারণ মানুষের মতো এমনই এক জ্বলন্ত উদাহরণ মিলল একটি ঘোড়ার কাছে। কাজ না করতে সেই ঘোড়া মরে যাওয়ার মত অভিনব অভিনয় করার কৌশলও বেছে নিতে পিছপা হয়না।

ভাবতে অবাক লাগলেও এরকম কাজ থেকে বাঁচতে অভিনয়ের পথ বেছে নিয়েছে জিনগ্যাং নামে একটি ঘোড়া। ওই ঘোড়াটির পিঠে এক ব্যক্তি চড়লেন, আর ব্যাস! অমনি সে চার পা তুলে মাটিতে শুয়ে পরলো। চোখও বন্ধ করে ফেলল, অনেকেই ভেবে উঠতে পারেন হয়তো ঘোড়াটি শেষনিঃশ্বাস ত্যাগ করল। কিন্তু তা নয়।

একটু পরেই দিব্যি আবার সে নড়েচড়ে বসে আর পুনরায় নিজের খাওয়া দাওয়া চলা-ফেরা শুরু করে দেয়। আর ওই ঘোড়াটির এহেন কান্ড দেখে সবাই হতবাক। অভিনয়ে এতই শক্তপোক্ত যে, ওই ঘোড়া হার মানাবে মানুষকেও।

আবার ঘোড়াটির এহেন কান্ড দেখে অনেকেই মজা নেন। বারবার তার পিঠে চাপার চেষ্টা করেন, আর ততোবারই ঘোড়াটি শুয়ে পড়ে মাটিতে, অভিনয় নেমে পড়ে মরে যাওয়ার।

কিন্তু ওই ঘোড়াটি কেন এমন করছে এ বিষয়ে ওই ঘোড়ার প্রশিক্ষক জানান, আসলে ঘোড়াটি এতটাই অলস যে কোনো কাজই করতে চাইনা।যখনই কেউ তার পিঠে চাপার চেষ্টা করে তখনই সে মাথা নামিয়ে মাটিতে শুয়ে পড়ে, অভিনয় করে মরে যাওয়ার।

ওই ঘোড়াটির এহেন অভিনয়ের একটি ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা মজা নিচ্ছেন ভিডিওটি দেখে। মিনিটে মিনিটে বাড়ছে ভিউয়ের সংখ্যা, বাড়ছে মজার মজার কমেন্ট।