বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি, লন্ডভন্ড জিনিসপত্র

অমরনাথ দত্ত : দুর্গাপুজোর মহাষ্টমীর দিন থেকে বাড়িতে কেউ ছিলেন না বোলপুরের ৭ নম্বর ওয়ার্ডের সবুজ পল্লীর বাসিন্দা প্রশান্ত দাস সপরিবারে বাইরে ছিলেন। আজ সকাল ১১ টা নাগাদ ১২ দিন পর তারা বাড়িতে ফিরে আসেন। ফিরে আসতেই দেখেন বাইরের দরজার তালা ভাঙ্গা।

এরপর বাড়িতে ঢুকে দেখেন বাড়ির সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড। বুঝতে পারেন বাড়িতে কারোর না থাকার সুযোগে হানা দিয়েছে চোরের দল। চুরি গেছে বাড়ির বেশকিছু জিনিসপত্রসহ নগদ টাকা। বাড়ির মালিক প্রশান্ত দাস ঘটনার পর বোলপুর থানায় খবর দেয়। খবর পেয়ে বোলপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

বাড়ির মালিক প্রশান্ত দাসের স্ত্রী সুমিত্রা দাস জানান, “বাড়ির প্রতিটি দরজায় তালা ভেঙে চোরের দল তন্ন তন্ন করে সবকিছু খুঁজেছে। বাড়িতে থাকা ত্রিশটি কাঁসার থালা এবং ৩০ থেকে ৪০ টি কাঁসার বাটি তারা নিয়ে গেছে। এছাড়াও নগদ ১০ হাজার টাকা ছিল তাও নিয়ে গেছে।”

তার আরও দাবি, “এর আগেও আমরা অনেকবার এরকম ভাবে বাড়ি ছেড়ে গেছি, কিন্তু এমনটা কোনদিন হয়নি। এমন ঘটনা এই প্রথম হলো। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।”