বিজ্ঞাপন

বলিহারি সাহস চোরের! ফাঁকা পেয়ে পুলিশের বাড়িতেই হানা

বিজ্ঞাপন

অমরনাথ দত্ত : আবারও চুরি শান্তিনিকেতনের সীমান্তপল্লীতে। এবার পুলিশের বাড়িতেই চুরি। গতকাল রাত্রে বাড়ির মালিক বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বাড়িতে ঢুকে জিনিসপত্র, ৪০ হাজার টাকা, সোনার গহনা, একটি ৪০ ইঞ্চি টিভি নিয়ে চম্পট দেয়। আজ বেলা ১টার সময় বাড়িতে ফিরে বাড়ির মালিক দেখেন বাড়ির কোন জিনিসই নিজের জায়গায় নেই, সব চুরি হয়ে গেছে। তারা বোলপুর থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

কিন্তু বাড়ি মালিকের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকায় চুরি হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। এতো পুলিশের মুখেই পুলিশের কাজের বদনাম, আর পুলিশই যদি এমন বলেন তাহলে আম জনতারা কি বলবেন, সেই প্রশ্নই নাড়া দিচ্ছে এলাকার বাসিন্দাদের।

বিজ্ঞাপন

পুলিশ কর্মীর বাসুদেব মন্ডলের স্ত্রী মঞ্জুশ্রী মন্ডলের অভিযোগ, “এখানে সিকিউরিটি বলে কিছু নেই। আমরা সব সময় ভয়ে ভয়েই থাকি। এমনকি আমরা দিনেও ঠিকঠাক থাকতে পারছিনা। গাড়ি, বাইক, সাইকেল গেটের বাইরে রাখা দায় হয়ে পড়েছে। এর একটা সমাধান হওয়া দরকার। পুলিশ এগুলো নিয়ে ভালো করে তদন্ত করুক।”

প্রসঙ্গত, বোলপুরের ৫ নং ওয়ার্ডের ভুবনডাঙ্গায় ১০ দিনের মধ্যে চার চারবার চুরির ঘটনা ঘটলো। বারবার এমন ঘটনায় রীতিমত আশঙ্কিত স্থানীয় বাসিন্দারা।