পেঁয়াজ লুট! সুফল বাংলার গোডাউন থেকে লুট পেঁয়াজ

অমরনাথ দত্ত : সাধারণ মধ্যবিত্তের কপালে ভাঁজ টেনে পেঁয়াজ বাজারে ১২০ টাকা থেকে ১৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে। এমত অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে সুফল বাংলায় ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আজ থেকে আবার রেশন দোকানেও একই দরে পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সুফল বাংলায় কম দামে পেঁয়াজ মেলায় গ্রাহকদের ভীড় দিন বাড়ছে। আর এই ভীড়েই বিপত্তি। সোমবার সকালে বোলপুরের সুফল বাংলা দপ্তর থেকে ২০ কেজি পেঁয়াজ লুটের অভিযোগ তুলল কর্তৃপক্ষ। সকাল থেকেই দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে ক্রেতারা পেঁয়াজ কিনছিলেন। সে সময় ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সুফল বাংলার গোডাউন থেকে ২০ কেজি পেঁয়াজ লুট করে নেওয়া হয়, এমনটাই দাবি সুফল বাংলার কর্মীদের।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গিয়েছে, আজ সকাল থেকে অজস্র গ্রাহক সুফল বাংলায় লাইন দেন পেঁয়াজ কেনার জন্য। প্রথমে ১ কেজি করে পেঁয়াজ দেওয়া হলেও পরে পেঁয়াজ শেষ হয়ে গেলে জানানো হয় আবার পেঁয়াজ আসার পর দেওয়া হবে বিকাল দিকে। তারপরই লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর মাঝেই ঘটে যায় পেঁয়াজ লুটের ঘটনা।

যদিও সুফল বাংলার কর্মচারীদের পেঁয়াজ লুট হওয়ার দাবি মানতে নারাজ গ্রাহকরা। গ্রাহকদের বক্তব্য, পেঁয়াজ লুট হওয়ার দাবি করে কোন কিছু বেনিয়ম করতে চাইছে সুফল বাংলার কর্মচারীরা।