দেশের সবচেয়ে ভরসাযোগ্য ব্যাঙ্ক এই ৩টি, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি মানুষ যারা প্রতিদিন কষ্ট করে রোজগার করে সঞ্চয়ের কথা ভাবেন তারা ভরসা রাখেন ব্যাংকের উপর। তাদের তরফ থেকে সেই সকল ব্যাংকগুলিকেই বেছে নেওয়া হয় যেগুলিতে টাকা মরে যাওয়ার সম্ভাবনা নেই। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে এতটাই কড়া নিয়ম জারি করেছে তাতে গ্রাহকদের টাকা এত সহজে নয়ছয় হবে না।

তবে এসবের মধ্যেও গ্রাহকদের মধ্যে কৌতুহল দেখা যায়, দেশে অনেক ব্যাংক রয়েছে কিন্তু সেই সকল ব্যাংকের মধ্যে নির্ভরযোগ্য এবং সবচেয়ে ভরসাযোগ্য ব্যাংক কোনটি! এই বিষয়ে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে তিনটি ব্যাংকের কথা এবং ওই তিনটি ব্যাংককে যে ভরসাযোগ্য ব্যাংক বলে চিহ্নিত করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে তিনটি ব্যাংকের কথা বলা হয়েছে সেই তিনটি ব্যাংকের উপর ভারতীয় অর্থনীতি এতোটাই নির্ভরশীল যে ওই ব্যাঙ্কগুলির কোনরকম এদিক ওদিক হলেই তা প্রভাব ফেলে দেশের অর্থনীতিতে। সব থেকে উল্লেখযোগ্য হলো এই তিনটি ব্যাংকের মধ্যে দুটি ব্যাংক আবার বেসরকারি এবং একটি রাষ্ট্রয়াত্ত্ব।

তিনটি ব্যাংকের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলির মধ্যে একটি হল আইসিআইসিআই এবং অন্যটি হলো এসডিএফসি। এই তিনটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে D-SIB আখ্যা দেওয়া হয়েছে।

D-SIB কথাটির সম্পূর্ণ অর্থ হলো ‘ডোমেস্টিক সিস্টেম্যাটিকালি ইমপরট্যান্ট ব্যাঙ্ক’। এর থেকেই স্পষ্ট দেশের অর্থনীতির উপর এই ব্যাংকগুলির প্রভাব কতটা। যে কারণে এই ব্যাংকগুলির উপর সবচেয়ে বেশি নজর রাখতে হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। এই তিনটি ব্যাংক এবং আরও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান গত বছরের বিশেষ তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।